পত্রিকা হকার বাবুর স্ত্রী আছিয়া বাঁচতে চায় : সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌরসভা সহ ধুলিহর ও ব্রহ্মরাজপুর এলাকায় স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্র-পত্রিকা বিলিবন্টনকারী সোলায়মান হোসেন বাবুর স্ত্রী মোছাঃ আছিয়া খাতুন (৪০) দূরারোগ্য ব্যধি হার্ট ও কিডনী রোগে আক্রান্ত হয়েছে। আছিয়া বর্তমানে সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আছিয়ার স্বামী সোলায়মান হোসেন বাবু জানায়, আমি পেশায় একজন পত্র-পত্রিকা বিলিবন্টনকারী। আমি অত্যন্ত অসহায় ও দুঃস্থ গরীব মানুষ। পত্র-পত্রিকা বিলিবন্টন করে অতি সামান্য আয় দিয়ে জীবন-জীবিকা নির্বাহ করি। আমার দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে ট্রাক শ্রমিক ও ছোট ছেলে সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে অনার্সে একাউন্টিং প্রথম বর্ষে অধ্যায়নরত। ভিটে-বাড়ি ছাড়া আর কোন জমি-জায়গা নেই। আমার স্ত্রী মোছাঃ আছিয়া খাতুন ২০০২ সালে ডায়াবেটিস ও ২০০৫ সালে মিনি স্ট্রোক রোগে আক্রান্ত হয়। বর্তমানে আমার স্ত্রী হার্ট ও কিডনী রোগে ভুগছে। তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। তার চিকিৎসার খরচ যোগাতে এখনো অনেক অর্থের প্রয়োজন। চরম অভাব-অনটনের মধ্যে আমার পক্ষে আর খরচ নির্বাহ করা সম্ভবপর হচ্ছে না। এজন্য নিরুপায় হয়ে আমার স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের হৃদয় ও বিত্তবান মানুষদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানা : সোলায়মান হোসেন বাবু ০১৯২০-২৭৭২৫৮ (বিকাশ একাউন্ট)।

Please follow and like us:

Check Also

তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন তালা উপজেলার মির্জাপুর নামক স্থানে ১১.২৬ একর (প্রায় ৩৪ বিঘা) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।