মার্চ ২৪, ২০১৯
আশাশুনিতে নৌকায় সিল মারতে প্রিজাইডিং অফিসারদের কাছে এক হাজার করে ব্যালেট চেয়েছে পুলিশ
![]() ক্রাইমবার্তা রিপোটঃ : সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিরুদ্ধে প্রিজাইডিং অফিসারদের কাছে ১ হাজার করে ব্যালট পেপার নৌকায় সিল মারার জন্য চাওয়ায় ভোটের পূর্বেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারসহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে স্বতন্ত্র প্রার্থী এড. শহীদুল ইসলাম পিন্টু। গতরাতে প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ঠ রিটার্নিং অফিসারের কাছে এ ব্যাপারে জরুরী ই-মেইল পাঠিয়েছেন । তবে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি। তবে, আমার ফাইলে এখনো (রাত ১২টা) আসেনি। তিনি আরো বলেন, কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে যারা করবে শুধু তারা নয় সংশ্লিষ্ঠ প্রার্থীকেই গ্রেপ্তার করা হবে। তিনি আরো বলেন, বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। এমন ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে দায়দায়িত্ব গ্রহণ করতে হবে।
Facebook Comments
|
|
www.crimebarta.com সম্পাদক ও প্রকাশক মো: আবু শোয়েব এবেল |
ইউনাইর্টেড প্রির্ন্টাস,হোল্ডিং নং-০, দোকান নং-০( জাহান প্রির্ন্টস প্রেস),শহীদ নাজমুল সরণী,পাকাপুলের মোড়,সাতক্ষীরা। মোবাইল: ০১৭১৫-১৪৪৮৮৪,০১৭১২৩৩৩২৯৯ e-mail: crimebarta@gmail.com |