ত্রাণ নয়, জীবন চাই’, ত্রাণ নয়, ‘স্থায়ী বে‌ড়িবাঁধ চাই

শ্যামনগর প্রতিনিধি: আগামী দুই সপ্তা‌হের ম‌ধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার দ্বীপ ইউ‌নিয়ন গাবুরায় টেকসই বে‌ড়িবাঁধ নির্মাণ ও আরও ৪০টি সাই‌ক্লোন সেল্টার নির্মা‌ণের আশ্বাস দি‌য়ে‌ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাল‌য়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম।‌

আজ রোববার ঘূ‌র্ণিঝড় ফণী দুর্গত এলাকা হি‌সে‌বে গাবুরা ইউ নিয়‌নের খোল‌পেটুয়া নদীর জরাজীর্ণ বে‌ড়িবাঁধ প‌রিদর্শ‌নকা‌লে তারা এই আশ্বাস দেন।

এসময় তারা বলেন, এখানকার মানু‌ষের দা‌বি অনুযায়ী ত্রাণ নয়, টেকসই বে‌ড়িবাঁধ নির্মাণ‌কেই ‌বে‌শি গুরুত্ব দেওয়া হ‌বে।

এর আ‌গে তারা খোল‌পেটুয়া নদীর ঝুঁকিপূর্ণ ও ফাঁটল ধরা ২৭টি প‌য়েন্ট প‌রিদর্শন ক‌রেন।

তাদের আসার কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় সি‌ডিও ইয়ুথ টি‌মের সদস্যরা ‘ত্রাণ নয়, জীবন চাই’, ত্রাণ নয়, ‘স্থায়ী বে‌ড়িবাঁধ চাই’ সহ বি‌ভিন্ন স্লোগান সম্ব‌লিত প্লাকার্ড প্রদর্শন ক‌রে।‌

বে‌ড়িবাঁধ প‌রিদর্শনকা‌লে তাদের সা‌থে ছিলেন স্থানীয় সংসদ সদস্য স ম জগলুল হায়দার, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পু‌লিশ সুপার সাজ্জাদুর রহমান, উপ‌জেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভারপ্রাপ্ত ইউএনও সুজন সাহা প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

প্রসঙ্গত, ফণী দুর্গত এলাকা প‌রিদর্শ‌নে বেলা সা‌ড়ে ১১টায় আক‌স্মিক সফ‌রে বিমান বা‌হিনীর এক‌টি হে‌লিকপ্টা‌রে শ্যামনগ‌রে আসেন তারা।

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রাণনাশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।