সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে ৭২ জন নিয়োগ পেলেন

পুলিশ সদস্য তৈরি করতে স্বচ্ছতা, নিরপেক্ষতার সাথে সাতক্ষীরা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে কর্মী নিয়োগ চূড়ান্তভাবে সম্পন্ন হয়েছে। গত ২২/০৬/১৯ খ্রিঃ থেকে প্রাথমিক বাচাই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের কার্যক্রম শুরু হয়। প্রাথমিক যাচাই বাচাই শেষে ৭৯৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন। লিখিত পরীক্ষায় উর্ত্তীণ ২৪০ জন প্রার্থী মৌখিক ও মনস্তাতিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সকল পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই বাচাই শেষে ৭২জনকে চূড়ান্তভাবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে পুরুষ সাধারণ কোটায়-৪৬জন, মুক্তিযোদ্ধা কোটায়-০৮জন, পোষ্য কোটায়-০৩জন, আনসার কোটায়-০১জন, এতিম কোটা-০১জনসহ মোট =৫৯জন পুরুষ, এবং নারী সাধারণ কোটায়-১০জন, মুক্তি কোটায়-০২জন, পোষ্য কোটায়-০১জনসহ মোট=১৩জন সদস্য তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়। চূড়ান্তভাবে নির্বাচিত ৭২ জন নতুন চাকরিপ্রাপ্ত সদস্যকে পুলিশ সুপার, সাতক্ষীরা জনাব মোঃ সাজ্জাদুর রহমান বিপিএমফুল ও মিষ্টি দিয়ে তাদের বরণ করে নেন।

প্রেস বিজ্ঞপ্তি

Check Also

উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব: পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।