কালিগঞ্জে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস বিষয়ক সচেতনতা সেশন অনুষ্ঠিত

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস বিষয়ক সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, নবযাত্রা প্রকল্পের উপজেলা ডি আর আর অফিসার খালিদ মাহমুদ, পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যা সাবিনা ইয়াসমিন লাভলী, উপজেলা টেকনিক্যাল অফিসার রাশেদ সজল, ইউনিয়ন এফ এফ শারমিন আক্তার,
আঞ্জুমান আরা, ইয়াসিন আলম, বিদ্যালয়ের এসএমসি সভাপতি শাকিলা আমীন, ইউনিয়ন ভিডিসি কমিটির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সরদার গিয়াস উদ্দিনসহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী অভিভাবক গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিয় সাংবাদিকবৃন্দ। এ সময়ে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাল্টিমিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করানো হয় এবং তা থেকে প্রশ্ন করে প্রশ্নের সঠিক উত্তর দাতা কে পুরস্কৃত করা হয়।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।