সাতক্ষীরায় তাসলিম হত্যার ঘটনায় প্রকাশিত সংবাদে সাদ্দামের প্রতিবাদ

ক্রাইমর্বাতা রিপোট:সাতক্ষীরা: সাতক্ষীরারআশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র তাছলিম আলমকে ঢাকায় নির্মমভাবে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের অভিযোগ উঠেছে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে একটি মহল তৎপর হয়ে উঠেছে। মহলটি একই এলাকার কলিমাখালী গ্রামের সাদ্দাম হোসেনকে জড়ানোর চেষ্টা করছে। এঘটনায় সাদ্দাম হোসেন জানান, গত ৭,৮ ও ৯ জুলাই ২০১৯ ইং তারিখে কয়েকটি অনলাইন ও দৈনিক পত্রিকায় “গার্মেন্টস ব্যবসায়ী তাসলিমকে ঢাকায় হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন” শিরোনামে প্রকাশিত সংবাদটিতে আমাকে জড়ানো হয়েছে। মানবন্ধনে আমাকে জড়িয়ে কিছু ব্যর্ক্তি মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট, তথ্য দিয়ে বিভ্রান্তি মূলক বক্তব্য রাখে। যার সাথে আমার নূন্যতম কোন সম্পর্ক নাই। প্রকৃত ঘটনাকে আড়াল করতেই একটি মহল মিয়িাকে ব্যবহার করে উদুর পিন্ড বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই হত্যা কান্ডে স্ষ্ঠুু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃৃত খুনিদের খুজে বের আইনের আওয়তায় আনার দাবী জানাচ্ছি।

 

Please follow and like us:

Check Also

পৃথিবীর যেসব দেশে তাপমাত্রা ৫০ ডিগ্রিরও উপরে

জলবায়ু পরিবর্তনের চরম ভয়াবহতার সাক্ষী হতে যাচ্ছে সারাবিশ্ব। প্রতিদিনই একটু একটু করে বৈরি হচ্ছে আবহাওয়া, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।