সাতক্ষীরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 

ফিরোজ হোসেন, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো.মশিউর রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান,

জেলায় ২০১৮ সালে মৎস্য উৎপাদিত হয়েছে ১৩৩৩২৫ মেট্রিক টন । সেখান থেকে ৪৫৫৪৮ মেট্রিক টন মাছের চাহিদা পুরন করে ৮৭৭৭৭ মেট্রিক টন মাছ ও চিংড়ি মাছ বিদেশে ও দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানান, প্রাথমিক পর্যায়ে উৎপাদন হার ১৫০ কেজী হতে বর্তমানে ৪০০ কেজীতে উন্নীত হয়েছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সংযোগচাষী/ প্রদর্শনী খামার পরিচালিত হচ্ছে যা বিগত বছরের তুলনায় ভাল ফল পাওয়া গেছে। মৎস্য খাতে সম্ভাবনার প্রস্তাব তুলে ধরে মৎস্য কর্মকর্তা বলেন, মাটি ঘেরের এক চতুর্থাংশ সেমেইনটেনসিভ আওতায় আনলে জেলার উৎপাদন ৮ থেকে ১০ গুন বেড়ে যাবে। বর্তমানে ব্যবহৃত পোনার চেয়ে অর্ধেক পোনার প্রয়োজন হবে। নদী খাল হতে পোনা আহরন বন্ধ করলে প্রাকৃতিক উৎসের উৎপাদন ১০/১৫ গুন বেড়ে যাবে। কুঁচে কাঁকড়া চাষ বাড়ালে চিংড়ির পাশাপাশি বৈদেশিক আয় বৃদ্ধি পাবে। সুন্দরবন এলাকাকে মৎস্য অভায়রন্য ঘোষনা করলে মাছ, চিংড়ি, কাঁকড়ার উৎপাদন বৃদ্ধি পাবে। যার ফলে জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, এম কামরুজ্জামান, একে এম আনিসুর রহমান, আসাদুজ্জামান, গোলাম সরোয়ার, ইব্রাহিম খলিল,ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, জগন্নাথ রায়সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।