কালিগঞ্জে পৃথক ৫টি ইউনিয়নে উপ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

হাফিজুর রহমান শিমুল    কালিগঞ্জে পৃথক ৫টি ইউনিয়নে উপ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) উপজেলার মৌতলা ও কুশুলিয়া ইউপিতে চেয়ারম্যান, কৃষ্ণনগরে ৬ নম্বর ওয়ার্ড, বিষ্ণুপুরে ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এবং তারালী ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যান্ত বিরাহীনভাবে ভোট গ্রহন চলে। ব্যাপক নিরাপত্তার সহিত নির্বাচন পরিচালনা করেছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। এ নির্বাচনে নির্বাহী ম্যাজিষ্টেট, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনছার বাহিনী সার্বিক আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিলেন। প্রার্থীদের নিজ নিজ কর্মী সমর্থদের উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে কুশুলিয়া ইউপিতে ৬ হাজার ৮শ ৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। তার প্রতিদ্বন্দী আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু। তিনি পেয়েছেন ১ হাজার ১ শ ৪৩ ভোট । অপরদিকে ১২ নং মৌতলা ইউপিতে ৪ হাজার ৮শ ৩৭ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম বাটুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবং তার প্রতিদ্বন্দী আওয়ামীলীগের প্রার্থী শেখ মাহবুবুর রহমান সুমন পেয়েছেন ২ হাজার ৭শ ৩২ ভোট। অপরদিকে কৃষ্ণনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তপন কুমার রায়, বিষ্ণুপুর ইউপির ৪,৫ ও ৬ নং সংরক্ষিত আসনে প্রতিমা রানী মন্ডল এবং তারালী ইউপিতে ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়াডে লিপিয়ারা খাতুন বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন নির্বাচনী ফলাফল কেন্দ্রে সাংবাদিকদের বলেন কালিগঞ্জে আমি সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পেরেছি সকলের সহযোগীতায়। আমি নির্বাচন কমিশনের বিধি মেনে চেষ্টা করেছি একটি শান্তিপুর্ণ নির্বাচন করতে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমিরুল হায়দার প্রাথমিক ভাবে এ রেজাল্টের সত্যতা স্বীকার করেন।

 

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।