জুলাই ২৯, ২০১৯
নির্বাচনের মাধ্যমে চেম্বার অব কমার্সকে ব্যবসায়ীদের স্বার্থে সচল করতে হবে: এমপি রবি
![]() ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা: : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক সভাপতি মীর মোস্তাক আহমেদ রবির সাথে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের চলমান বিষয় নিয়ে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় চেম্বার অব কমার্স ভবনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। ব্যবসায়ীদের স্বার্থে সাতক্ষীরা চেম্বার অব কমার্সে প্রাণ চঞ্চল পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের স্বার্থে এবং চেম্বার অব কমার্সের সদস্যদের স্বার্থে সকল দ্বন্দের অবসান ঘটাতে হবে। উন্নয়নের
![]()
Facebook Comments
|
|
সম্পাদক ও প্রকাশক মো: আবু শোয়েব এবেল, ------------------------- - ইউনাইর্টেড প্রির্ন্টাস,হোল্ডিং নং-০, দোকান নং-০( জাহান প্রির্ন্টস প্রেস),শহীদ নাজমুল সরণী,পাকাপুলের মোড়,সাতক্ষীরা। মোবাইল: ০১৭১৫-১৪৪৮৮৪,০১৭১২৩৩৩২৯৯ e-mail: crimebarta@gmail.com |
চেয়ারম্যান: আলহাজ্ব তৈয়েবুর রহমান (জাহাঙ্গীর) ------------------------------- যশোর অফিস: রিমন প্যালেস, দ্বিতীয় তলা( ভৈরব আইটি সেন্টার),বেজপাড়া মেইন রোড, বনানী মোড়( আর এন রোড জোড়া কুৃঠির পিছনে) কোতয়ালী,যশোর। |