শ্যামনগরে কুলতলী খাস খালটি অবৈধ দখলমুক্ত করতে সংবাদ সম্মেলন

ক্রাইমর্বাতা রির্পোট : অনাবৃষ্টি, অতিবৃষ্টি থেকে কৃষি ফসল রক্ষা, উপকূলীয় এলাকায় মিষ্টি পানি সংরক্ষনের জন্য খাস খালের স্থায়ী বন্দোবস্ত বাতিল, দখলকৃত খাল অবমুক্ত করন ও পূণঃ খনন এর দাবিতে ৩ আগষ্ট সকাল ১০টায় মুন্সীগঞ্জ সিএনআরএস অফিসে স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অশোক কুমার বিশ্বাসের পক্ষে জাহাঙ্গীর আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী খাস খাল দিয়ে ৪হাজার বিঘা জমির অতি বৃষ্টির পানি সরবরাহ হয়ে থাকে। আনুমানিক ১২ একর এই খাস খালের হাফ কিলোমিটার ২০১৮ সালের বে-সরকারী এনজিও সংস্থা সিএনআরএস এর সহযোগিতায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি পূণঃ খনন করে। যাহার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর, স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ও ৯নং বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান বাবু ভবতোষ কুমার মন্ডল সহ সূধীজন। ঐ সালে খননকৃত খাস খালের বর্ষার জমাকৃত মিষ্টি পানি নিয়ে ঐ এলাকার কৃষকরা আমন ধানের ফসল ফলায়। অথচ বর্তমান বছর ঐ খননকৃত খাস খালটি স্থানীয় ইউপি সদস্য আকবর আলী ২লক্ষ ৫৬ হাজার টাকা নিয়ে কুলতলী এলাকার দিগম্বর মন্ডলের পুত্র দধিচি মন্ডলকে লীজ দেওয়ায় ঐ এলাকার কৃষকরা আমন ধান চাষ তো দুরের কথা বর্তমান খরা বর্ষাকালে ধানের বীজ তলায় পানি দিতে পারছে না। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকরা গত ২২ জুলাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে তিনি বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় তহশীলদারকে নির্দেশ দিয়েছেন। এছাড়া কুলতলী খাস খালের ৬ একর ৮৩ শতক জমিতে ৭ জন ব্যক্তি অবৈধ ভাবে ভরাট করে ধান চাষ করে। জেলেখালী ও কুলতলী গ্রামের মজু ও বসন্ত ২ একর খাস খাল অবৈধভাবে দখল করে মাছ চাষ করে যাচ্ছে। এভাবে খাস খালের অস্তিত্ব বিলীন হচ্ছে, বাকি অংশ মুক্ত আছে। এক্ষনে সরকারি ভাবে ব্যবস্থা গ্রহন না করা হলে অচিরে খাস খালটি অবৈধ দখল হয়ে যাবে। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বর্তমান সরকার খাল ও নদী দখল মুক্ত করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। অনতিবিলম্বে লীজভুক্ত খাল গুলির লীজ বাতিল ও অবৈধ দখলমুক্ত করে সরকারি এবং বে-সরকারি ভাবে খাস খাল পূণঃ খননের ব্যবস্থা করা। যাহাতে দরিদ্র কৃষকরা উপকৃত হয়। সাথে সাথে জলবদ্ধতা দুর হয়।

Please follow and like us:

Check Also

এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি: কাদের

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।