ডেঙ্গুতে আমরা আর কাউকে হারাতে চাই না : কালিগঞ্জে মতবিনিময় সভায় মনসুর আহমেদ

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সক্রিয় করানোর লক্ষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মনসুর আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের বন্ধু। জনগণই আমাদের শক্তি জনগণই আমাদের প্রেরণা। সাধারণ মানুষের সেবায় কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই জনগণের কথা ভেবে প্রতিটি নেতা-কর্মী দিনে মাত্র দুই ঘণ্টা ডেঙ্গু প্রতিরোধে কাজ করুন। সাতক্ষীরা জেলায় এডিস মশা ভয়াবহ রূপ নিয়েছে। তারমধ্যে সাতক্ষীরা সদর এবং কালিগঞ্জ উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। তিনি আরও বলেন, বর্তমানে জেলায় ৩৯৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে দুই জন মৃত্যুবরণ করেছে। আমরা আর কাউকে হারাতে চাই না। এই ক্লান্তিলগ্নে যদি কালিগঞ্জে দলীয় নেতা-কর্মীদের মধ্যে মত পার্থক্য থাকে তাহলে আজ থেকে তা ভুলে যেয়ে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ শুরু করুন। আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই আজ থেকে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনতা গড়ে তুলুন। সবাইকে নিয়ে উপজেলা প্রতিটি বাড়ি বাড়ি যেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করুন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরিম আলী, সদস্য অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হোসেন ছোট, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রমিজ উদ্দীন, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুশুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী প্রমুখ। এসময় রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান দিপালী রাণী ঘোষ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, ধলবাড়িয়া সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মিস্ত্রী, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি আবুল হোসেন, নলতা ইউনিয়ন সভাপতি আবুল হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জেবুন্নাহার জেবু, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হাসান নাইম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ আলোচনার ভিত্তিতে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলামকে আহবায়ক করে ৩৯ সদস্যবিশিষ্ট ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করেন। এছাড়াও জেলা পরিষদের পক্ষ থেকে কালিগঞ্জের প্রতিটি ওয়ার্ডে স্প্রে মেশিন প্রদান ও প্রয়োজনীয় কীটনাশকসহ সরঞ্জামাদি সরবরাহসহ সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন জেলা নেতৃবৃন্দ।

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।