আলীপুরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু সচেতনতা ও জলাবদ্ধতা নিরসনে পথ সভা

নিজস্ব প্রতিবেদক :
“নিরাপদ থাকুন, ডেঙ্গুর বিস্তার রোধে এগিয়ে আসুন’ প্রতিপাদ্য নিয়ে এডিশ মশা নিধন কার্যক্রম উপলক্ষ্যে সোমবার সাতক্ষীরা সদরের আলীপুর ইউপি চেয়ারম্যানের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু মশা বিস্তার রোধে সচেতনতা ও আশপাশের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষক, কমলমতি শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সকল বিষয়ে দূর্গ গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন।
সোমবার সকাল ৯টা থেকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের নেতৃত্বে ওয়ার্ডের চাপাডাঙ্গী গ্রামে বাড়িতে বাড়িতে ডেঙ্গুর ঔষধ স্প্রে সহ ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া আলীপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মহিবুল্লাহ সরদারের সভাপতিত্বে পথসভায় প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা করলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। পরে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রকিব আল মেহেদী সকল শিক্ষক-ছাত্র-ছাত্রীদের মাঝে, মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন্নাহার সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মাঝে, ভাড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা পারভীন সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মাঝে এডিস মশা নিধনে ডেঙ্গু সচেতনতা, বাড়ির আশপাশের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ডেঙ্গু মশা বিস্তার প্রতিরোধের সকল কার্যক্রমের উপর দিক নিদের্শনা প্রদান করেন। সারা দেশে ডেঙ্গু মশা বিস্তার প্রতিরোধের উপর সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশনায় আলীপুরে সপ্তাহ ব্যাপি প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ইউনিয়নের পর্যায়ক্রমে ৬,৮ ও ৯নং ওয়ার্ডের সকল ইউপি সদস্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ন্যাশনাল সার্ভিসকর্মী, স্প্রে দল শিক্ষা প্রতিষ্ঠানসহ ইউপি চেয়ারম্যানের নির্দেশক্রমে ইউনিয়নের স্ব স্ব এলাকায় ডেঙ্গুর কার্যক্রম সার্বক্ষনিত পরিচালিত হচ্ছে।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, রফিকুজ্জামান রিন্টু, আসাদুল ইসলাম আসাদ, ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য ডাঃ আনিছুর রহমান, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মোশাররফ হোসেন নিউটনসহ প্রধান শিক্ষক জি এম রকিব আল মেহেদী, আক্তারুজ্জামান বেলাল, দুলাল চন্দ্র শীল, আত্তাবুজ্জামান লাল্টু, স্বাস্থ্য সহকারী নূরুল আমীন ও খালেদা আক্তার, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

Check Also

কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি

সনদ বাণিজ্য চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী গ্রেফতার হওয়ার পর এবার বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।