কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জনকল্যাণে নিবেদিত

 

হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার জননন্দিত, সাহসী ও সুযোগ্য জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে সরকারের অর্পিত সকল কার্যক্রম যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, জলাবদ্ধতা নিরসণে অবৈধ নেট-পাটা অপসারণ, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ, বাল্যবিবাহ বন্ধ, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়, উপজেলা পরিষদ নির্বাচনসহ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে শতভাগ গনতান্ত্রিক ভাবে নির্বাচন উপহার দেওয়া, মুক্তিযোদ্ধাদের সঠিক যাচাই বাছাই, শিক্ষার মান উন্নয়নে কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ গ্রহণ, উন্মুক্ত সভার মাধ্যমে বিভিন্ন ভাতার সুবিধাভোগী নির্বাচন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহনের মাধ্যমে কালিগঞ্জ উপজেলার সাধারন মানুষের ভালোবাসা জয় করেছেন। কিন্তু অতীতের মতো এবারও বর্তমান নির্বাহী অফিসারের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করেছে। উপজেলা এলাকার অসংখ্যবার মানুষের সাথে তার কোন ব্যক্তিগত সম্পর্ক না থাকা সত্বেও তার সকল ভালো কাজের সাথে জনগন আছে। তিনি কোনদিন জনবিরোধী কাজ করেছেন এমন অভিযোগ একজন সংবাদকর্মী হিসাবে নজরে পড়েনি। সরদার মোস্তফা শাহিন অনিয়ম, দুর্ণীতি, স্বজনপ্রীতি প্রশ্রয় দেননি, সে কারণেই সমাজের একশ্রেনীর কতিপয় অসাধু ব্যাক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে জানাই আসুন কালিগঞ্জ উপজেলাকে দূর্নীতিমুক্ত করা, সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও সুশাসন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ হই।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।