তালায় কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ॥সাতক্ষীরা তালায় কপোতাক্ষ অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি মোস্তারী সুলতানা পুতুল,সদস্য অধ্যাপক অচিন্ত্য সাহা, শেখ আব্দুল হান্নান, মীর জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান, মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ সাক্ষর ও পরিচালনা করেন উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার । সভায় কপোতাক্ষ নদীতে চলমান পলির অবক্ষেপন তুলে ধরে করণীয় নির্ধারণ, কপোতাক্ষ নদের ২য় ফেইজের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু এবং কপোতাক্ষ নদের ক্রসড্যাম স্থাপনে নির্দিষ্ট সময়মতো বাস্তবায়নের বিষয়টি উঠে আসে। পাশাপাশি কপোতাক্ষ পাড়ের চলমান টিআরএম এর সুষ্ঠু বিল ব্যস্থাপনাসহ শিবসা নদীর অববাহিকায় টিআরএমকে যুক্ত করে প্রকল্প বাস্তবায়নের জন্য সভায় গুরুত্ব আরোপ  করা হয়।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।