৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদ-নদী ও খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক

ক্রাইমবার্তা রিপোটঃ  আগামী ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদ-নদী ও খালের অবৈধ নেট-পাটা ও বাধ অপসারণের নির্দেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসময় ৭ অক্টোবরের মধ্যে জলাবদ্ধতা নিরসনে সকল বাধা অপসারণ পূর্বক তার দপ্তরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তিনি বলেন, নেট-পাটা অপসারণে কেউ গাফিলতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে কেউ যদি এই কাজে বাধা দেয় তবে তার বিরুদ্ধেও সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবার আগে জলাবদ্ধতা নিরসন দরকার।
আর এর মাধ্যমে সামাজিক আন্দোলন ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন করতে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
সভায় জেলা প্রশাসক সরকারি হাট-বাজারে বিনা অনুমতিতে বেআইনীভাবে যারা দোকান করেছে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
একই সাথে তিনি এখন থেকে জমির খতিয়ান ও পর্চা তোলার সকল আবেদন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রহণ ও সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে সজাগ থাকার নির্দেশ দেন।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমানসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল সহকারী কশিনার (ভূমি) ও ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখের কর্মসূচি:
সকাল ১০টা: পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে চকোলেট ফ্লেভার্ড দুধ বিতরণ।
সকাল ১১টা সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও পরবর্তীতে একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন। প্রেস বিজ্ঞপ্তি

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।