অক্টোবর ৪, ২০১৯
তালায় ৫০ টি বসতির যাতায়াতের রাস্তা বন্ধে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ
![]() নিজিস্ব প্রতিনিধি ॥ অভিযোগে জানাগেছে যে, সাতক্ষীরার তালা উপজেলার আড়ংপাড়া গ্রামের মৃত.পাচু গাজীর ছেলে নুর আলী গাজী,রাজ আলী গাজী ও খোরশেদ আলী গাজীসহ গ্রামবাসীরা জানান,যাতায়াতের রাস্তার জন্য এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ভূক্তভোগীদের সাথে উক্ত আরশাদ আলীর একটি আপোসনামা হয় যে,প্রায় ৫০ ঘর বসতির যাতায়াতের জন্য তিনি ১৮ শতাংশ জমির এওয়াজমূলে উক্ত জায়গা ছেড়ে দিবেন। মাস তিনেক আগে চুক্তি মোতাবেক ভূক্তভোগীরা সেখানে নিজেদের অর্থায়নে একটি ইটের সোলিং রাস্তাও নির্মাণ করেন। যাতে আরশাদ আলী ও তার ছেলে আতিয়ার সহযোগিতাও করে। অভিযোগে জানানো হয়েছে,স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের প্রত্যক্ষ ইন্ধনে আরশাদ গংরা সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অপবাদসহ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন অনলাইনে এনিয়ে একাধিক খবরও প্রকাশ করিয়েছে। এতে চুক্তিভঙ্গসহ এলাকায় বিশৃঙ্খলার আশংকা রয়েছে বলেও জানানো হয়। তারা আরো অভিযোগ করেন যে,এনিয়ে এখন পর্যন্ত এলাকায় একাধিক শালিসী বসলেও আরশাদ কারো কথায় কর্ণপাত না করে বিভিন্নজনকে নানা অযুহাতে হত্যার হুমকি অব্যাহত রেখেছে। সূত্র জানায়, ১৯৮৫ সালের ২৮ জুলাই আরশাদ গাজী স্থানীয় জনৈক আমির সরদার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটে বাড়িতে আসার পর থেকে অদ্যবধি আপন ভাইসহ অন্যান্যদের একর পর এক জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে। ইতোপূর্বে হত্যা মামলায় সাজা ভোগের পর এমন হুমকিতে ভাইদের মধ্যেও আতংক ছড়িয়ে পড়েছে। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বাবর আলী জানান,এলাকাবাসীর চলাচলের বৃহৎ স্বার্থে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে আপোষনামা প্রস্তুতপূর্বক প্রায় মাস তিন মাসে আগে তার আপন ৬ ভাইদের মধ্যে ১৮ শতাংশ জমি এওয়াজ বদল মূলে সেখানে একটি ইটের সোলিং রাস্তা নির্মাণ করে দেওয়া হয়। ঘটনায় বিস্তীর্ণ এলাকায় প্রশংসিত হলেও একটি কূ-চক্রী স্বার্থান্বেষী মহল খুশী হতে পারেনি। পরে তাদের ইন্ধনে আরশাদ গাজী উক্ত রাস্তা বন্ধে বিভিন্ন স্থানে নানা উপায়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
Facebook Comments
|
|
সম্পাদক ও প্রকাশক মো: আবু শোয়েব এবেল, ------------------------- - ইউনাইর্টেড প্রির্ন্টাস,হোল্ডিং নং-০, দোকান নং-০( জাহান প্রির্ন্টস প্রেস),শহীদ নাজমুল সরণী,পাকাপুলের মোড়,সাতক্ষীরা। মোবাইল: ০১৭১৫-১৪৪৮৮৪,০১৭১২৩৩৩২৯৯ e-mail: crimebarta@gmail.com |
চেয়ারম্যান: আলহাজ্ব তৈয়েবুর রহমান (জাহাঙ্গীর) ------------------------------- যশোর অফিস: রিমন প্যালেস, দ্বিতীয় তলা( ভৈরব আইটি সেন্টার),বেজপাড়া মেইন রোড, বনানী মোড়( আর এন রোড জোড়া কুৃঠির পিছনে) কোতয়ালী,যশোর। |