র‍্যাবের তিন সদস্যসহ পাঁচজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ক্রাইমবার্তা রিপোটঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত থেকে তিন র‌্যাব সদস্য ও দুই নারী সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘আজ সকালে কুমিল্লা র‌্যাব-১১-এর সদস্য কনস্টেবল রিগান বড়ুয়া, কনস্টেবল আবদুল মতিন ও সৈনিক আবদুল ওয়াহেদ মাদক উদ্ধারে দুই নারী সোর্সকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণপাড়ার আশাবাড়ী এলাকায় অভিযানে যান।’

‘এ সময় ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে সীমান্তের ওপারের স্থানীয় জনতা ও বিএসএফ তাঁদের ঘেরাও করার পর আটক করে।’

র‍্যাবের ওই তিন সদস্য ও তাঁদের দুই সোর্স এখনো বিএসএফের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওসি শাহজাহান।

Please follow and like us:

Check Also

পৃথিবীর যেসব দেশে তাপমাত্রা ৫০ ডিগ্রিরও উপরে

জলবায়ু পরিবর্তনের চরম ভয়াবহতার সাক্ষী হতে যাচ্ছে সারাবিশ্ব। প্রতিদিনই একটু একটু করে বৈরি হচ্ছে আবহাওয়া, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।