অক্টোবর ২২, ২০১৯
আশাশুনিতে তালাকপ্রাপ্ত গৃহবধু ও তার শিশু কন্যার শরীরে এসিড নিক্ষেপ
![]() আশাশুনি প্রতিনিধি: সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ চাপড়ার একরাম গাজীর জৈষ্ঠ কন্যা দু’সন্তানের মাতা ফাতেমা খানম (২৯) এর উপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনা থেকে শিয়া সম্মেলন থেকে বাবার বাড়ি ফেরেন। পরণের বরোকা ছেড়ে প্রকৃতির ডাকে বাইরে বের হলেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্ত তার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে গৃহবধুসহ ছোট কন্যা জাকেয়া মেহজাবিন (২) এসিড দগ্ধ হয়। তালাকপ্রাপ্ত গৃহবধুর স্বামী শাহজান মোড়ল (৩৫) এই এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ।
Facebook Comments
|
|
www.crimebarta.com সম্পাদক ও প্রকাশক মো: আবু শোয়েব এবেল |
ইউনাইর্টেড প্রির্ন্টাস,হোল্ডিং নং-০, দোকান নং-০( জাহান প্রির্ন্টস প্রেস),শহীদ নাজমুল সরণী,পাকাপুলের মোড়,সাতক্ষীরা। মোবাইল: ০১৭১৫-১৪৪৮৮৪,০১৭১২৩৩৩২৯৯ e-mail: crimebarta@gmail.com |