সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে শিশু ও বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

ক্রাইমবার্তারিপোর্টঃ  সাতক্ষীরার আশাশুনিতে পৃথক ঘটনায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার প্রতাপনগর গ্রামে পানিতে ডুবে শিশু ও শোভনালীতে বজ্রপাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
নিহতরা হলো, সাতক্ষীরার আশাশুানি উপজেলার প্রতাপনগর গ্রামের রিয়াছাত আলী হাওলাদারের ছোট পুত্র রাহাত বাবু (দেড় বছর) ও শাভনালী ইউনিয়নের শংকরমনি গ্রামের নিতাই সরকারের কলেজ পড়–য়া ছেলে আশিষ কুমার সরকার (২১)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল দশটার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামের রিয়াছাত আলী হাওলাদারের ছোট ছেলে রাহাত বাবু (দেড় বছর) সবার অজান্তে বাড়ির কাছে পুকুরে পড়ে যায়। শিশুটির মা থালা বাটি নিয়ে পুকুরে গিয়ে শিশু রাহাতকে মৃত্যু অবস্থায় পানিতে ভাসতে দেখে ঝাপিয়ে পড়ে উদ্ধার করে। ততক্ষণে সে মারা যায়।
এদিকে বুধবার বিকাল ৫টার দিকে শাভনালী ইউনিয়নের শংকরমনি গ্রামের নিতাই সরকারের কলেজ পড়–য়া ছেলে আশিষ কুমার সরকার মাঠে ছাগল আনতে গিয়ে বৃষ্টির কবলে পড়ে পার্শ্ববর্তী কালিমন্দিরে আশ্রয় নেয়। তখন পাশে তার কাকা শ্যাম সরকারও উপস্থিত ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে আশিষ ঘটনাস্থলেই নিহত হয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম পৃথক দু’টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন
Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।