নভেম্বর ১৫, ২০১৯
সাতক্ষীরায় গ্রেপ্তারকৃত সেই দুই চাঁদাবাজ সাংবাদিকের ৫দিনের রিমান্ড আবেদন
![]() ক্রাইমর্বাতা রিপোর্ট: সাতক্ষীরা: শহরের ইটাগাছায় অবস্থিত আব্দুল খালেকের মালিকানাধীন শাহিনুর বেকারীতে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত সেই দুইজনের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ। আবেদনটি জিআরও অফিসে নথিভূক্ত করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার তিনি সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। আগামী সপ্তাহের যেকোনো দিন আসামী এবং মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড বিষয়ক শুনানী হবে বলে সূত্র জানায়।
Facebook Comments
|
|
www.crimebarta.com সম্পাদক ও প্রকাশক মো: আবু শোয়েব এবেল |
ইউনাইর্টেড প্রির্ন্টাস,হোল্ডিং নং-০, দোকান নং-০( জাহান প্রির্ন্টস প্রেস),শহীদ নাজমুল সরণী,পাকাপুলের মোড়,সাতক্ষীরা। মোবাইল: ০১৭১৫-১৪৪৮৮৪,০১৭১২৩৩৩২৯৯ e-mail: crimebarta@gmail.com |