সাতক্ষীরায় সরকারি কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীর দাবীতে কর্মবিরতি পালিত

ক্রাইমবার্তা রিপোটঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত কর্মবিরতি পালন করা হয়।

সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী, সাধারন সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারন সম্পাদক কাজী সফিউল আজম, ক্রীড়া সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন, নজরুল ইসলাম, শ্যামাপ্রসাদ, জগদীশ, রতন, সুফিয়া, আফরোজা প্রমুখ।

বক্তারা এ সময় তৃতীয় শ্রেণীর সরকারী কর্মচারীদের পদ পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান।

Please follow and like us:

Check Also

কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি

সনদ বাণিজ্য চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী গ্রেফতার হওয়ার পর এবার বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।