সিইসি’র ফিঙ্গার প্রিন্ট মিলেনি

ক্রাইমবার্তা রিপোট: বয়স্ক, ক্ষয় হয়ে যাওয়া কিংবা কোনো কারণে অক্ষমতার কারণে ঢাকার  দুই সিটি করপোরেশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে গিয়ে অনেক ভোটারই বিড়ম্বনায় পড়েন। গতকাল অনুষ্ঠিত হওয়া এই ভোটে অভিযোগও কম ছিল না এ নিয়ে। সেই ফিঙ্গার প্রিন্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকেও। আঙ্গুলের ছাপ না মেলায়  জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে নিজের ভোট দেন তিনি। গতকাল বেলা সোয়া ১১ টার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন সিইসি। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার। এ বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন, আমার ফিঙ্গার প্রিন্ট ৮ থেকে ৯ বছর আগের। ঘামে ভেজা থাকায় হয়তো মেলেনি, পরে এনআইডি দিয়ে ভোট দিয়েছি।

অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেয়া যাবে। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কে এম নুরুল হুদা বলেন, কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন? এ বিষয়ে প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে হবে। কয়েকটি নির্বাচনী কেন্দ্রে সংঘর্ষ তিনি বলেন, সংঘর্ষের কোনো খবর আমার কাছে নেই। আপনাদের কাছে শুনলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

এনএসআইয়ের গোপন তথ্যে ১৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার: জরিমানা সাতক্ষীরা সদরের খবর,

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ১৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের পর জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।