মৃত্যুর পর বেঁচে আছেন অধ্যাপক আব্দুল খালেক!

বেঁচে আছেন অধ্যাপক আব্দুল খালেক। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল পৌনে ৬ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। কিন্তু চিকিৎসকদের দেওয়া এই তথ্য সঠিক নয় বলে নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
আব্দুল খালেক কালিগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, ভাড়াশিমলা ইউপি’র একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভূমি কমিটির সভাপতি

 

হাফিজুর রহমান শিমুলঃঅাবু মুসাঃকালিগঞ্জঃ

মৃত্যুর সাথে ২৪ ঘন্টা পাঞ্জালড়ে চিরবিদায় নিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ভাড়াশিমলা
ইউপি’র একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, কালিগঞ্জ সরকারি কলেজের
অবঃ অধ্যাপক আলহাজ্ব আব্দুল খালেক (৬৭)। তিনি
রোববার (১ মার্চ) বিকেল ৫ টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা মহা সড়কের কুকোডাঙ্গা মোড় নামক স্থানে মটরসাইকেলের দুর্ঘটনায় মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় । আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল মালেক জানান, তার ভাই রোববার বেলা সাড়ে ৪ টার দিকে চৌবাড়িয়া কমিউনিটি ক্লিনিকের বিরোধপূর্ণ জমি মাপ-
জরিপ শেষ করে জনৈক শাহিন এর ভাড়ায় চালিত মোটর সাইকেলে পশ্চিম নারায়নপুরে বাড়িতে আসছিলেন। তাকে বহনকৃত মোটরসাইকেলটি কুকোডাঙ্গা নামক স্থানে পৌঁছালে অপর একটি মোটর সাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ওই মোটর সাইকেলে থাকা তিনজনই রাস্তায় পড়ে যখম হন। মোটর সাইকেল চালক শাহিনের মাথায় হেলমেট থাকায় তিনি সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন। অপরদিকে আরোহী পশ্চিম নারায়ণপুর গ্রামের কেনা গাজীর ছেলে আব্দুল বারেক (৪০) ও আব্দুল খালেককে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আব্দুল খালেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে সন্ধ্যার পর তাকে খুলনা সিটিহার্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে,( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মিয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মর্মান্তিক এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা জাতীয় পাটির চেয়ারম্যান মাহবুবর রহমান, কালিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি ও বিষ্ণুপুর ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।