সাতক্ষীরায় একদিনে ৮টি মাদকের মামলা, গ্রেপ্তার ২৫

ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ১৭৪ বোতল ফেন্সিডিল ও ৩শ ৬১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ জনসহ পালাতক ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মাদকের ৮টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে আজ বুধবার (৪ মার্চ) সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত মাদক ও আসামীদের গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে সাতক্ষীরা সদর থানা ১১ জন, কলারোয়া ৩ জন, কালিগঞ্জ ১ জন, শ্যামনগর ১ জন, আশাশুনি ৫ জন, দেবহাটা ৩ জন ও পাটকেলঘাটা ১ জন।
এদিকে একই সময়ে খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার তেরখাদা থানা এলাকা থেকে এ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটককৃতের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং এ সংক্রান্তে ১ টি মাদক মামলা রুজু করা হয়।

Please follow and like us:

Check Also

নতুন যোগ হচ্ছে ২০ লাখ দরিদ্র

মূল্যস্ফীতির কশাঘাত মোকাবিলায় ২০ লাখ ২৬ হাজার দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।