হাইকোর্টে মানবজমিন সম্পাদকের জামিন

ক্রাইমর্বাতা রিপোর্ট:  ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের পর তাকে বিচারিক আদালতে জামিন আবেদন করতে নির্দেশ দেন হাইকোর্ট।

মতিউর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর বুধবার (১৮ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে, গত ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মানবজমিন সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বহিষ্কৃত যুব মহিলা লীগ নেতা শামীমা নূর পাপিয়াকে নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন।

Please follow and like us:

Check Also

এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি: কাদের

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।