সাতক্ষীরায় ২৬৪২ জন হোম কোয়ারেন্টাইনে, ছাড়পত্র ৩১০: আইসোলেশানে একজন

ক্রাইমবার্তা রিপোটঃ   সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৯৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে এ পর্যন্ত মোট ২ হাজার ৬৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোমকোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩১০ জনকে। এছাড়া কালিগঞ্জ উপজেলার লক্ষিনাথপুর গ্রামের আবুল গাজীর ছেলে এনজিও কর্মী আমিরুল গাজী জ¦র ও শ^াসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশানে ভর্তি হয়েছে। তবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভাল বলে জানিয়েছেন মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম।
এদিকে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে গিয়ে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী গতকাল সোমবারও ৮৯ জন দেশে প্রবেশ করেছে। তবে, ভারতে লক ডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার। অপরদিকে, ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।