কালিগঞ্জের পল্লীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এইচ এসসি পরীক্ষার্থীর মৃত্যু

 

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জের পল্লীতে বিদ্যুৎপষ্ট হয়ে এইচ এস সি পরীক্ষার্থী ইলিয়াস হোসেনের (২০) করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার কৃষ্ণনগর ইউপির রামনগর গ্রামের শেখ শওকাত আলীর পুত্র। মৃত্যু‌তে গভীরভা‌বে শোক জ্ঞাপন ও শোকসপ্ত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেঙ্গী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপ‌তি সা‌ফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান সহ পরিষদবর্গ।
বিদ্যুৎপৃষ্টের ঘটনাটি শুক্রবার (৩ ই এপ্রিল) বিকাল ৪ টায় তার নিজ বাড়িতে ঘটেছে। সরেজমিন সুত্রে জানাগেছে, ইলিয়াস হোসেন বিকালে ফসলি জমিতে মটর দিয়ে পানি উঠাননোর কাজে ব্যস্ত ছিল। পানি দেওয়ার শেষ হয়ে গেলে তার মাকে বিদ্যুতের প্লাগ ছাড়াতে বলে । প্লাগ ছাড়াতে একটু দেরি হওয়ায় সে মনে করে তার মা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিছে । কিন্ত বিধীবাম! সে বিদ্যুৎ লাইনের তার গোছাতে থাকলে হঠাৎ শর্ট সার্কিট হয়ে মাটিতে পড়ে যায় । বিষয়টি পার্শ্ববর্তীর মানুষ জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হয় । ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে । তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

Please follow and like us:

Check Also

কলারোয়া  উপজেলা জামায়াতের প্রথম সভাপতি আবুল কাশেমের ইন্তেকালঃ বঙ্গবন্ধু বিশেষ সুপারিশে  যিনি কারা মুক্ত হন

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।