কেউ না খেয়ে থাকবে আমরা ভালো খাবো তা হবে না: সৌম্য সরকার

আসছে ১৯শে এপ্রিল টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভের প্রথম বিবাহবার্ষিকী। যুগল জীবনে আজ তাদের প্রথম বৈশাখ। অন্যদিকে কিছুদিন হলো বিয়ে করেছেন সৌম্য সরকার। বাঙালির প্রাণের উৎসবের দিনটি তার জন্য অন্যরকম হওয়ার কথা ছিল। তবে দিনটি রঙিন আলোয় উদযাপন করবেন না মুমিনুল-সৌম্য। শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে একটি সাদামাটা দিন পার করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের আরেক তারকা মোহাম্মদ মিঠুনও। কারণ একটাই- করোনা ভাইরাস।
করোনায় গোটা বিশ্বে মৃত্যুর মিছিল। এদেশেও আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।
৩৯ জন এরই মধ্যে প্রাণ হারিয়েছে। পুরো দেশ স্থবির। অনেকে বাসায় বসে দিন কাটাচ্ছেন অনাহারে। তাই পহেলা বৈশাখ পালনের কোনো ইচ্ছা নেই মুমিনুলের। তিনি বলেন, ‘বৈশাখ আমাদের বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি সবাই মহা আনন্দেই পালন করেন। বিয়ের পর দু’জনের প্রথম বৈশাখ হিসেবে অন্যরকম হতে পারতো। কিন্তু দেশের এমন খারাপ মুহূর্তে তা সম্ভব নয়। আমি নিজেই বাসায় থাকবো। দেশবাসীর প্রতি আমার অনুরোধ আপনারাও বাসায় থাকেন। যদি বেঁচে থাকেন এমন অনেক অনেক বৈশাখ পরিবার নিয়ে পালন করতে পারবেন। আগে জীবন পরে বৈশাখ।’
বৈশাখ এলেই বাংলার ঐতিহ্য অনুযায়ী অনেক কিছু রান্না করতেন মুমিনুলের মা। যদিও অসুস্থতার কারণে মায়ের হাতের রান্না আর খাওয়া হয় না মুমিনুলের। কিন্তু এবার সুযোগ ছিল স্ত্রীর রান্না খাওয়ার। সেটিও হচ্ছে না। মুমিনুল বলেন, ‘মা যখন সুস্থ ছিলেন, নানা আয়োজন থাকতো বৈশাখে। কিন্তু এখন আর পারেন না। পরিস্থিতি ভালো থাকলে আমার স্ত্রীও হয়তো আয়োজন রাখতো। হয়তো বাইরে বেরাতে যেতাম। কিন্তু এবার সে সব হচ্ছে না। চারিদিকে মানুষের যে কষ্ট, এসব দেখে মনে আনন্দ আসে না। বাংলাদেশ সরকার বলেছেন, আমরাও অনুরোধ করছি এবার বৈশাখটা যেন আমরা নিজেদের মঙ্গলে বাসাতে কাটাই। সাবাইকে বৈশাখের শুভেচ্ছা।’

কেউ না খেয়ে থাকবে আমরা ভালো খাবো তা হবে না: সৌম্য সরকার
চলতি বছরের শুরুতে বিয়ে করেছেন সৌম্য সরকার। বিয়ের পর যেতে পারেননি হানিমুনেও। করোনা ভাইরাসের কারণে বাড়িতে কাটছে বন্দি সময়। এর মধ্যেই দু’জনের জীবনে প্রথম বৈশাখ। এ নিয়ে সৌম্য বলেন, ‘দু’জনের জন্য ভীষণ আনন্দের দিন হতে পারতো এই বৈশাখ। দেশের পরিস্থিতিতে কোনোভাবেই এ কথা ভাবতে পারছি না। সরকার নির্দেশ দিয়েছেন বাসায় বৈশাখ পালনের। বাসাতেই থাকবো। দেশের সকল মানুষের প্রতি অনুরোধ করবো যেন তারাও বাসায় থাকে। পরিবারকে সুরক্ষিত রাখে।’
সৌম্যর বাসায় খাবার-দাবারের আয়োজনটাও হবে সাদামাটা। সৌম্য বলেন, ‘বৈশাখে বাসায় সব সময় ভালোমন্দ রান্না হয়। এবার কীভাবে তা ভাবি আমি? বাইরে করোনার প্রভাবে কাজ হারানো কত মানুষ না খেয়ে থাকবে। আমরা বাসায় বসে ভালো ভালো খাবো, তা হয় না। বেঁচে থাকলে এমন বৈশাখ আরো আসবে। সবাই মিলে আনন্দ করতে পারবো।’

দেশের মঙ্গলে এই বৈশাখে অন্তত ঘরে থাকি: মোহাম্মদ মিঠুন
পহেলা বৈশাখে দেশের সকলকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান মিঠুন। তিনি বলেন, ‘আপনারা জানেন এটি বাঙালির প্রাণের উৎসব। এটি মঙ্গল বয়ে আনে। কিন্তু এবার আপনার জন্য মঙ্গল হলো ঘরে থাকা। করোনা ভাইরাস ভয়াবহ ছোঁয়াচে রোগ। আমরা, আপনারা রাস্তায় নামলে বিপদ চরমে পৌছাবে। পরিবার ও দেশের জন্য বিপদের কারণ হয়ে যাবো। তাই সাদামাটা একটি বেশাখ পালন করবো। আপনারা ঘরে থাকুন। মানুষের জন্য প্রার্থনা করুন। যেন বৈশাখে সকল বিপদ ধুয়ে মুছে আমাদের জীবন থেকে চলে যায়। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।’

Please follow and like us:

Check Also

‘জলবায়ুু পরিবর্তন’ —– ঝুঁকিতে উপকূলের ৪০ শতাংশ কৃষিজমি

বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দুই লাখ ৪০ হাজার কৃষকের আবু সাইদ বিশ্বাস,সাতক্ষীরাঃ ‘জলবায়ুু পরিবর্তনে সবচেয়ে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।