গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু:নতুন শনাক্ত ৩০৬

ক্রাইমবার্তা রিপোটঃ:দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৬ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। তবে আক্রান্ত শনাক্ত বেড়েছে।

গতকাল শুক্রবার ১৫ জনের মৃত্যু হয়। আর আক্রান্ত শনাক্ত হয় ২৬৬ জনের।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৮৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬৬ জন।

আজ শনিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল জানানো হয় এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০০ জনের বেশি। বাকিরা বাসায় বা কোয়ারেন্টিনে চিকিৎসা নিয়েছেন। আইসিইউ সাপোর্ট নিয়েছেন ২৭ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Check Also

উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব: পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।