ন্যুনতম দৈনিক চার ঘন্টা ভ্যান চালানোর দাবি জানিয়ে শ্যামনগরে দরিদ্র ভ্যান চালকদের প্রতিবাদ কর্মসুচি পালন

ক্রাইমবার্তা রিপোটঃ:  ন্যুনতম দৈনিক চার ঘন্টা ভ্যান চালানোর দাবি জানিয়ে শ্যামনগরে দরিদ্র ভ্যান চালকরা প্রতিবাদ কর্মসুচি পালন করেছে। শনিবার বেলা আটটা থেকে দশটা পর্যন্ত সুন্দরবন তীরবর্তী আকাশ নিলা ইকো ট্যুরিজম সেন্টারের সামনের সড়কে তারা ঐ কর্মসুচি পালন করে। অন্যথা ঘর বন্দি সময়ের জন্য জরুরী ত্রাণ সহায়তা দাবি করেন তারা।
অভিনব এ কর্মসুচিকালে তারা বাড়ি হতে নিজ নিজ খালি ভ্যান এনে সামাজিক দুরত্ব বজায় রেখে রাস্তার পাশে দাড় করিয়ে রাখে। বুড়িগোয়ালীনি, মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক ভ্যানচালক প্রতিবাদ কর্মসুচিতে অংশ নেয়।
কর্মসুচিতে অংশ নেয়া ভ্যান চালক শোকর আলী ও আল মামুন জানায় বেলা দশ বা এগারটা পযন্ত মাত্র দু’জন করে যাত্রী পরিবহনের সুযোগ দিলে তারা অন্তত একেকটা দিন চালিয়ে নিতে পারবে। এছাড়া সরকারের পক্ষ থেকে দেয়া ত্রাণ সহায়তা কার্যক্রমে তাদেরকেও অন্তর্ভুক্ত করার দাবিও জানান কর্মসুচিতে অংশ নেয়া ভ্যান চালকরা।
এবিষয়ে বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, জনৈক ভ্যান চালক ফোন করায় তাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের প্রস্তাব দেয়া হয়েছে। তিনি আরও বলেন ভিজিএফসহ খাদ্য বান্ধব কর্মসুচির বাইরে কোন ভ্যান চালক থাকলে তাকেও সুবিধাভোগীর তালিকায় নেয়া হবে।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা, ৫জন আহত

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।