সাতক্ষীরায করোনার সর্বশেষ পরিস্থি: জেলা প্রশাসকের প্রেস নোট

প্রেস নোট
২৮/৪/২০২০

প্রেসরিলিজঃ
সাতক্ষীরা জেলা করোনা কমিটি এই মর্মে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আজ হতে জেলার বাইরে থেকে এসে কোন লোক সাতক্ষীরা জেলায় তার কর্মক্ষেত্রে কাজ করতে পারবেনা এবং এ জেলা থেকে বাইরের কোন জেলায় কাজ করতে যেতে পারবেনা। তাঁকে তাঁর নিজস্ব কর্মক্ষেত্র এলাকায় অবস্থান করে অফিস আদালত, চিকিৎসাসহ অন্যান্য কাজ করতে হবে। ইতোমধ্যে জেলা পুলিশ সাতক্ষীরা জেলার সীমান্ত চেকপোষ্ট জোরালো করেছে। জেলা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তাদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন চেকপোষ্টে দায়িত্ব পালন করছেন। জেলার সকল সরকারি, বেসরকারি অফিসসহ কর্মক্ষেত্রের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এ বিষয়টি তাঁর অধস্তন এবং নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা কর্মচারীকে অবহিত করবেন। চেকপোষ্টে কেউ আটক হলে তাঁর দায়িত্ব উক্ত অফিসকে নিতে হবে। কৃষি শ্রমিকগণ এ ঘোষণার বাইরে থাকবে, তারা যদি কৃষি কাজের জন্য বা ধান কাটতে জেলার বাইরে যেতে চায় তাহলে চেকপোষ্টে কর্মরত কর্মকর্তাগণ তাদেরকে সহায়তা করবেন। জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকলকে মেনে চলার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

কোভিড-১৯ পরিস্থিতি
ক্রমিক নং পূর্বদিন পর্যন্ত সংখ্যা বর্তমান তারিখে সংখ্যা মোট সংখ্যা মন্তব্য
১. আক্রান্ত ০ ০ ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগতদের বাড়িতে লাল পতাকা দিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে
২. নমুনা সংগ্রহ ২৮৭ ২৮৭
৩. রিপোর্ট প্রাপ্তি ১৪১ ১৪১
৪. বাড়িতে কোয়ারেন্টাইন ২৬,১৪৫ ১৫৮ ২৬,৩০৩
৫. প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩,৮৫৩ ৩ ৩,৮৫৬
৬. আইসোলেসন ৫ ০ ৫
৭. কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়প্রাপ্ত ১৭,১৫৪ ১,২৮৯ ১৮,৪৪৩
৮. আরোগ্যলাভকারী ০ ০ ০
৯. মৃত্যুবরণকারী ০ ০ ০
১০. ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগত ১১২৪৮ ০ ১১২৪৮
১১. ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি ১১২৪৮ ০ ১১২৪৮

হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন চিত্রঃ
উপজেলার নাম প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন হোম কোয়ারিন্টাইন
আশাশুনি ৬৪ ২৫০৫
দেবহাটা ৫১ ৩৯০
কালিগঞ্জ ৫৭ ১৩৯৩
শ্যামনগর ৪৯ ২২০০
কলারোয়া ৫ ২৫২
তালা ০ ১১৩১
সদর ১২ ১০৫৯
মোট ২৩৮ ৮৯৩০

জেলার সরকারি সহায়তা পরিস্থিতি:

ক্রমিক নং উপজেলার নাম খাদ্য সহায়তা বিতরণ নগদ অর্থ বিতরণ মজুদ
পরিবারের সংখ্যা পরিমাণ পরিবারের সংখ্যা পরিমাণ খাদ্য নগদ
১. সাতক্ষীরা সদর ১৬১০০ ১৬১ মেঃ টন ১৬১০০ ৫,৯৯,৫০০/- ৪৬ মেঃ টন ২,০৪,০০০/-
২. কলারোয়া ১০৫০০ ১০৫ মেঃ টন ১০৫০০ ৫,২০,০০০/- ২৪ মেঃ টন ৬৫,০০০/-
৩. তালা ১২২০০ ১২২ মেঃ টন ১২২০০ ৫,৯২,০০০/- ২৪ মেঃ টন ৮০,০০০/-
৪. আশাশুনি ১১১০০ ১১১ মেঃ টন ১১১০০ ৫,৯৩,০০০/- ২৪ মেঃ টন ৭৫,০০০/-
৫. দেবহাটা ৭৬০০ ৭৬ মেঃ টন ৭৬০০ ৪,০৭,০০০/- ১০ মেঃ টন ৫০,০০০/-
৬. কালিগঞ্জ ১১৩০০ ১১৩ মেঃ টন ১১৩০০ ৫,৬৯,৫০০/- ২৪ মেঃ টন ৭৫,০০০/-
৭. শ্যামনগর ১২৯০০ ১২৯ মেঃ টন ১২৯০০ ৫,৬৫,০০০/- ২৯ মেঃ টন ১,৫৫,০০০/-
৮. সাতক্ষীরা পৌরসভা ৯৮০০ ৯৮ মেঃ টন ৯৮০০ ৪,৬২,০০০/- ২৯ মেঃ টন ১,৭০,০০০/-
৯. কলারোয়া পৌরসভা ৪০০০ ৪০ মেঃ টন ৪০০০ ১,৪৮,০০০/- ৫ মেঃ টন ২০,০০০/-
১০. জেলা পর্যায়ে ০ ০ ০ ০ ৩০ মেঃ টন ৩,০০,০০০/-
মোট = ৯৫,৫০০ ৯৫৫ মেঃ টন ৯৫,৫০০ ৪৪,৫৬,০০০/- ২৪৫ মেঃ টন ১১,৯৪,০০০/-

জেলার সামগ্রিক প্রচারণা, ত্রাণবিতরণ ও ভ্রাম্যমান বাজারের চিত্রঃ
নাম প্রতিদিন প্রচারণা(মাইকের সংখ্যা) প্রতিদিন জীবাণুনাশকস্প্রে (সংখ্যা) ত্রাণবিতরণ (মধ্যবিত্ত)(সংখ্যা) ত্রাণবিতরণ (বিত্ত)(সংখ্যা) ত্রাণবিতরণ (শ্রমিক)(সংখ্যা) বাজার স্থানান্তর(সংখ্যা) ভ্রাম্যমান বাজার চালু(সংখ্যা) ভ্রাম্যমান ইফতার বাজার(সংখ্যা)

সাতক্ষীরা সদর ৩১ টি ১২৬টি ৩১০০জন ১০৭০০জন ২১০০জন ১৭টি ৪৫ টি –
তালা – ৩০টি ৫০০ জন ১২০০ জন ১২০০জন ২৪টি ১২টি
কলারোয়া ২০টি ১৪টি ১৩০জন ৮৫০০জন ৫৭০জন ২৭টি ১৪টি –
কালিগঞ্জ ১২টি ১৩টি ৪৮৫জন ১৩০১৫ জন ১৫০০জন ৭ টি ১০৫টি ২টি
আশাশুনি ৫৮টি ৭৭টি ৬৫জন ২১১ জন ২৩০জন ২৮টি ১৬টি –
শ্যামনগর ১০৮ টি – ২০০০জন ৩০০০জন ৭৯০০জন ২৬টি ৩১টি ১৫টি
দেবহাটা ৪৫টি ২৩টি ৩৪৮ জন ৬০২৫জন ৬৯৭ জন ৭টি ১০টি ২টি
জেলা প্রশাসন ২টি ৩টি ৫৮৫জন – ২৬৭০জন – ৯টি ১৬টি
সাতক্ষীরা পৌরসভা – ২৭টি ১৩৮০জন ১৩৪১৪ জন ১৮৮০জন ২টি –

মোবাইল কোর্টের তথ্যঃ
উপজেলারনাম মামলার সংখ্যা জরিমানা (টাকা)
আশাশুনি ২ ৮০০
দেবহাটা ০ ০০
কালিগঞ্জ ২ ১২০০০
শ্যামনগর ১ ২০০০
কলারোয়া ২ ৪০০
তালা ১ ৫০০
সদর ৩ ১৫০০
জেলাপ্রশাসন ১১ ১১৪০০
মোট ২২ ২৮,৬০০
করোনা প্রতিরোধে ২১৫৩ টি মামলায় ২০৯১ জন ব্যাক্তি ও ৬২ টি প্রতিষ্ঠানকে ২২,৩৩,০৩৭ টাকা জরিমানা করা হয়েছে।
চিকিৎসা চিত্রঃ
চিকিৎসা সরঞ্জাম সংখ্যা মন্তব্য
এ্যাম্বুলেন্স ০৩ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০ টি বিছানা প্রস্তুত রয়েছে।
ভেন্টিলেশন ৮
অক্সিজেন সিলিন্ডার ২০
নেবুলাইজার ২০

বেসরকারি ত্রাণ তহবিলের তথ্যঃ
উপজেলার নাম বেসরকারি ত্রাণ তহবিলে সংগ্রহ (লক্ষ টাকা) জেলা প্রশাসকের কার্যালয়ে (সংগৃহীত) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে (সংগৃহীত)
আশাশুনি ১০.৬০ জেলা প্রশাসকের ঈদ বোনাস
জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ
সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ১ লক্ষ টাকা নগদ অনুদান
জেলা কৃষি বিভাগ তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে প্রদান করেছেন  উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ
 উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ তাদের বেতন
 প্রবাসী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীগণ

দেবহাটা ৩.৩০
কালিগঞ্জ ১৬
শ্যামনগর ৭.২০
কলারোয়া ১.৪৩
তালা ৪.৭৪
সদর ১.৭৪

শ্রমিকদের খাদ্য সহায়তা বিতরনঃ
সাতক্ষীরার বাস-মিনিবাস মালিক সমিতির নিজস্ব অর্থায়নে ৫,৬০,০০০ টাকায় ১০০০ জন বাস-মিনিবাস শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির অর্থায়নে ১৫৫০ জন ট্রাক শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ বাজারঃ
ক্রম ভ্রাম্যমাণ বাজারের স্থান
১. ১ নং ওয়ার্ডে সাতক্ষীরা বয়েজ স্কুল মাঠ জনসমাগম কমানো ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।
উপজেলা এবং ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ বাজার কার্যক্রম চলমান রয়েছে।

২. ২নং ওয়ার্ড্ লেস্কর পাড়া স্কুল মাঠ
৩. ৩নং ওয়ার্ডে পল্লীমঙ্গল স্কুল মাঠ
৪. ৪নং ওয়ার্ডে সুলতানপুর স্কুল মাঠ
৫. ৫নং ওয়ার্ডে কারিমা স্কুল মাঠ
৬. ৬নং ওয়ার্ডে কুখ্রালি বল ফিল্ড
৭. ৭নং ওয়ার্ডে আইনউদ্দিন মহিলা মাদ্রাসা মাঠ
৮. ৮নং ওয়ার্ডে পলাশপোল স্কুল মাঠ
৯. ৯নং ওয়ার্ডে রসুলপুর ফুটবল মাঠ

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ইফতার বাজারঃ
ক্রম ভ্রাম্যমাণ ইফতার বাজারের স্থান
১. সংগ্রাম হাসপাতাল চত্বর মাহে রমজান উপলক্ষে ১৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালমান রয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.১৫ পর্যন্ত এই ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু থাকবে।
২. এসপি গোল্ডেন লাইন চত্বর
৩. সঙ্গীতা মোড়
৪. ওয়াপদা মোড়
৫. সুলতানপুর বাজার
৬. নবারুন স্কুল মোড়
৭. মোবাইল প্লাস মোড়
৮. কাটিয়া বাজার
৯. গ্রামীন ফোন শো রুম চত্বর
১০. কামালনগর বউ বাজার
১১. মুক্তিযোদ্ধা মার্কেট চত্বর
১২. পুরাতন সাতক্ষীরা
১৩. আলি মার্কেট চত্বর
১৪. পাকাপুল মোড়
১৫. বাইপাস মোড়

রমজান চিত্রঃ
মাহে রমজান উপলক্ষে ১৬ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু হয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.১৫ পর্যন্ত এই ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু থাকবে।
মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নিবিড় বাজার মনিটরিংয়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে।
মোবাইল কোর্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। রমজানের দ্বিতীয় দিনে ২৩ জন ব্যাক্তি ও ৯ প্রতিষ্ঠানকে ৫৫,৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির অপতৎপরতাযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে। মনিটরিং টিম গঠন করা হয়েছে।

সাতক্ষীরা জেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীর তথ্য:
উপজেলার নাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগী পরিবার(সংখ্যা)
আশাশুনি ৪৪৮৪০ জেলা প্রশাসনের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ এর মাধ্যমে সকল শ্রেণী-পেশার ভিত্তিক তালিকা প্রণয়ন করবে যেখানে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদেরও অন্তর্ভুক্ত করা হবে

দেবহাটা ২১০৭৭
কালিগঞ্জ ৪৯১৩৮
শ্যামনগর ৫৯১৬৭
কলারোয়া ৩৩০৮৯
তালা ৩৯৩৮৫
সদর ৫১৫৩১
মোট ২,৯৮,২২৮

বিতরনঃ
প্রতিদিন সকাল ১১.৩০ এ ফেসবুক লাইভের মাধ্যমে জনগণকে সচেতন করেন জেলা প্রশাসক।
জেলা ও উপজেলায় ৩১৭০০ মাস্ক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা ও উপজেলায় ৬০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

Check Also

অনিশ্চয়তার নতুন যুগে মধ্যপ্রাচ্য

ইউক্রেন-রাশিয়া রেশ কাটতে না কাটতেই ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরাইলি আগ্রাসন। এরপর থেকে অশান্ত হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।