সামাজিক দুরত্ব না মানায় কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে অর্থদন্ড প্রদান

 হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মঙ্গলবার(২৮ এপ্রিল) সারাদিনে ভ্রাম্যমান আদালতে সামাজিক দুরত্ব না মানায় ৯ জনকে সাড়ে চার হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের চৌকস ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন এ অর্থদন্ড প্রদান করেন। আদালত পরিচালনাকালে উপজেলার নাজিমগঞ্জ বাজারে তৌফিক স্টোরে দ্রব্যমূল্যের তালিকা হালনাগাদ না রেখে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় না রেখে মটরবাইকে দুইজন করে যাত্রী থাকায় ৭ জন মটরবাইক আরোহীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ১৫’শ টাকা এবং উপজেলার ফুলতালা মোড়ে চায়ের দোকানদারকে প্রশাসনের নির্দেশ না মানায় ১ হাজার টাকা অর্থদণ্ড আয়ায় করা হয়।

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।