সাতক্ষীরায় করোনার র্সবশেষ অবস্থা জানালেন জেলা প্রশাসক

প্রেস নোট
৩০/৪/২০২০
করোনা প্রতিরোধ, ত্রাণ ব্যবস্থাপনায় বিশেষ সমন্বয় সভা আগামী শনিবার
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা জেলায় চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা আগামী ২ মে, সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরাতে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মান্যবর সচিব, জনাব শেখ ইউসুফ হারুন। সামাজিক দূরত্ব বজায় রেখে এ সভায় জেলার জনপ্রতিনিধিগণ, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। উক্ত সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন সম্মানিত জনপ্রশাসন সচিব।

সীমান্তে চেকপোস্ট, কঠোর নজরদারি
সাতক্ষীরা জেলার কলারোয়া, তালা, আশাশুনি ও শ্যামনগর সীমান্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য ও এনজিও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে কোন মানুষ বাইরে যেতে পারবেন না এবং বাইরের জেলা থেকে কেঊ সাতক্ষীরায় প্রবেশ করতে পারবেন না। জেলা প্রশাসক, সাতক্ষীরা সার্বক্ষণিক বিষয়টি তদারক করেছেন।
কোভিড-১৯ পরিস্থিতি
ক্রমিক নং পূর্বদিন পর্যন্ত সংখ্যা বর্তমান তারিখে সংখ্যা মোট সংখ্যা মন্তব্য
১. আক্রান্ত ০ ০ ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগতদের বাড়িতে লাল পতাকা দিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে

২. নমুনা সংগ্রহ ৩৪২ ৩৪২
৩. রিপোর্ট প্রাপ্তি ১৮৯ ১৮৯
৪. বাড়িতে কোয়ারেন্টাইন ২৬,৩০৩ ৩৭ ২৬,৩৪০
৫. প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩,৮৬৩ ০ ৩,৮৬৩
৬. আইসোলেসন ৫ ০ ৫
৭. কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়প্রাপ্ত ১৯,৪৫৫ ১৮১৪ ২১,২৬৯
৮. আরোগ্যলাভকারী ০ ০ ০
৯. মৃত্যুবরণকারী ০ ০ ০
১০. ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগত ১১,২৫৫ ০ ১১,২৫৫
১১. ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি ১১,২৫৫ ০ ১১,২৫৫

জেলার সামগ্রিক প্রচারণা, ত্রাণবিতরণ ও ভ্রাম্যমান বাজারের চিত্রঃ
নাম প্রতিদিন প্রচারণা(মাইকের সংখ্যা) প্রতিদিন জীবাণুনাশকস্প্রে (সংখ্যা) ত্রাণবিতরণ (মধ্যবিত্ত)(সংখ্যা) ত্রাণবিতরণ (বিত্ত)(সংখ্যা) ত্রাণবিতরণ (শ্রমিক)(সংখ্যা) বাজার স্থানান্তর(সংখ্যা) ভ্রাম্যমান বাজার চালু(সংখ্যা) ভ্রাম্যমান ইফতার বাজার(সংখ্যা)

সাতক্ষীরা সদর ৩১ টি ১২৬টি ৩১০০জন ১০৭০০জন ২১০০জন ২২টি ৪৫ টি –
তালা – ৩০টি ৬১০ জন ১৩০০ জন ১৩০০জন ২৪টি ১২টি –
কলারোয়া ৩৩টি ১৪টি ২১০জন ৮৫০০জন ৫৮৫জন ২৭টি ১৪টি –
কালিগঞ্জ ১২টি ১৩টি ৪৮৫জন ১১০১৫ জন ১৫০০জন ৭ টি ১০৫টি
৬টি
আশাশুনি ৫৮টি ৭৭টি ৯০২জন ১০৩৬২ জন ২৩০জন ২৮টি ২২টি –
শ্যামনগর ১০৮ টি – ২০০০জন ৩০০০জন ৭৯০০জন ২৬টি ৩১টি ১৫টি

দেবহাটা ৫৫টি ২৩টি ৬০৪৫ জন ৫০২৪জন ১৪২৫ জন ৭টি ১০টি ২টি
জেলা প্রশাসন ২টি ৫টি ৫৮৫জন – ২৬৭০জন – ৯টি ১৬টি ১৬টি
সাতক্ষীরা পৌরসভা – ২৭টি ১৩৮০জন ১৩৪১৪ জন ১৮৮০জন ২টি – –
মোট ২০৬ টি ৩১৫ টি ১৪৭১৫জন ৬৩,৩১৫ জন ১৬,৯২০ জন ১৪৩ টি ২৪৩ টি ৩৯ টি

চিকিৎসা চিত্রঃ
চিকিৎসা সরঞ্জাম সংখ্যা মন্তব্য
এ্যাম্বুলেন্স ০৩ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০ টি বিছানা প্রস্তুত রয়েছে।
ভেন্টিলেশন ৮
অক্সিজেন সিলিন্ডার ২০
নেবুলাইজার ২০

বেসরকারি ত্রাণ তহবিলের তথ্যঃ
উপজেলার নাম বেসরকারি ত্রাণ তহবিলে সংগ্রহ (লক্ষ টাকা) জেলা প্রশাসকের কার্যালয়ে (সংগৃহীত) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে (সংগৃহীত)
আশাশুনি ১০.৬০ জেলা প্রশাসকের ঈদ বোনাস
জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ
সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ১ লক্ষ টাকা নগদ অনুদান
জেলা কৃষি বিভাগ তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে প্রদান করেছেন দ্ব উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ
দ্ব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ তাদের বেতন
দ্ব প্রবাসী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীগণ

দেবহাটা ৩.৩০
কালিগঞ্জ ১৬
শ্যামনগর ৭.২০
কলারোয়া ১.৪৩
তালা ৪.৭৪
সদর ১.৭৪

জলা প্রশাসনের ভ্রাম্যমাণ বাজারঃ
ক্রম ভ্রাম্যমাণ বাজারের স্থান
১. ১ নং ওয়ার্ডে সাতক্ষীরা বয়েজ স্কুল মাঠ জনসমাগম কমানো ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে।
উপজেলা এবং ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ বাজার কার্যক্রম চলমান রয়েছে।

২. ২নং ওয়ার্ড্ লেস্কর পাড়া স্কুল মাঠ
৩. ৩নং ওয়ার্ডে পল্লীমঙ্গল স্কুল মাঠ
৪. ৪নং ওয়ার্ডে সুলতানপুর স্কুল মাঠ
৫. ৫নং ওয়ার্ডে কারিমা স্কুল মাঠ
৬. ৬নং ওয়ার্ডে কুখ্রালি বল ফিল্ড
৭. ৭নং ওয়ার্ডে আইনউদ্দিন মহিলা মাদ্রাসা মাঠ
৮. ৮নং ওয়ার্ডে পলাশপোল স্কুল মাঠ
৯. ৯নং ওয়ার্ডে রসুলপুর ফুটবল মাঠ

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ ইফতার বাজারঃ
ক্রম ভ্রাম্যমাণ ইফতার বাজারের স্থান
১. সংগ্রাম হাসপাতাল চত্বর মাহে রমজান উপলক্ষে ১৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালমান রয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.১৫ পর্যন্ত এই ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু থাকবে।
২. এসপি গোল্ডেন লাইন চত্বর
৩. সঙ্গীতা মোড়
৪. ওয়াপদা মোড়
৫. সুলতানপুর বাজার
৬. নবারুন স্কুল মোড়
৭. মোবাইল প্লাস মোড়
৮. কাটিয়া বাজার
৯. গ্রামীন ফোন শো রুম চত্বর
১০. কামালনগর বউ বাজার
১১. মুক্তিযোদ্ধা মার্কেট চত্বর
১২. পুরাতন সাতক্ষীরা
১৩. আলি মার্কেট চত্বর
১৪. পাকাপুল মোড়
১৫. বাইপাস মোড়

সাতক্ষীরা জেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীর তথ্য:
উপজেলার নাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগী পরিবার(সংখ্যা)
আশাশুনি ৪৪৮৪০ জেলা প্রশাসনের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ এর মাধ্যমে সকল শ্রেণী-পেশার ভিত্তিক তালিকা প্রণয়ন করবে যেখানে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদেরও অন্তর্ভুক্ত করা হবে

দেবহাটা ২১০৭৭
কালিগঞ্জ ৪৯১৩৮
শ্যামনগর ৫৯১৬৭
কলারোয়া ৩৩০৮৯
তালা ৩৯৩৮৫
সদর ৫১৫৩১
মোট ২,৯৮,২২৮

বিতরনঃ
প্রতিদিন সকাল ১১.৩০ এ ফেসবুক লাইভের মাধ্যমে জনগণকে সচেতন করেন জেলা প্রশাসক।
জেলা ও উপজেলায় ৩১৭০০ মাস্ক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
জেলা ও উপজেলায় ৬০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিন চিত্রঃ
উপজেলার নাম প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন হোম কোয়ারিন্টাইন
আশাশুনি ২৯ ১৮৯১
দেবহাটা ৫১ ৪০১
কালিগঞ্জ ৫৭ ১৩৫০
শ্যামনগর ৪৯ ২২০০
কলারোয়া ৫ ২৮৫
তালা ০ ৪০০
সদর ৫ ৯১
মোট ১৯৬ ৭৪৭৮

জেলার সরকারি সহায়তা পরিস্থিতি:
মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার আওতায় সাতক্ষীরা জেলায় ৫৫০০০ খাদ্য সহায়তা কার্ড বরাদ্দ হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
ক্রম স্থান খাদ্য সহায়তা নগদ অর্থ শিশু খাদ্য মোট
১. সাতক্ষীরা সদর ২০৭ মেঃ টন ৮,০৩,৫০০/- ১,৭৫,২২৮/- ৯,৭৮,৭২৮/-
২. কলারোয়া ১২৯ মেঃ টন ৫,৮৫,০০০/- ৯৯,৭২৪/- ৬,৮৪,৭২৪/-
৩. তালা ১৪৬ মেঃ টন ৬,৭২,০০০/- ১,০১,৭২৪/- ৭,৭৩,৭২৪/-
৪. আশাশুনি ১৩৫ মেঃ টন ৬,৬৮,০০০/- ১,০১,৪৩৫/- ৭,৬৯,৪৩৫/-
৫. দেবহাটা ৮৬ মেঃ টন ৪,৫৭,০০০/- ৭৪,৭৯৩/- ৫,৩১,৭৯৩/-
৬. কালিগঞ্জ ১৩৭ মেঃ টন ৬,৪৪,৫০০/- ১,০১,৭২৪/- ৭,৪৬,২২৪/-
৭. শ্যামনগর ১৫৮ মেঃ টন ৭,২০,০০০/- ১,৭৫,২২৮/- ৮,৯৫,২২৮/-
৮. সাতক্ষীরা পৌরসভা ১২৭ মেঃ টন ৬,৩২,০০০/- ১,২০,১২৯/- ৭,৫২,১২৯/-
৯. কলারোয়া পৌরসভা ৪৫ মেঃ টন ১,৬৮,০০০/- ৪৯,৮৬২/- ২,১৭,৮৬২/-
১০. মোট ১১৭০ মেঃ টন ৫৩,৫০,০০০/- ৯,৯৯,৮৪৭/- ৬৩,৪৯,৮৪৭/-
অবশিষ্ট ১৩০ মেঃ টন ৯,০০,০০০/- ৪,০০,১৫৩/- ১৩,০০,১৫৩/-
মোট = ১৩০০ মেঃ টন ৬২,৫০,০০০/- ১৪,০০,০০০/- ৭৬,৫০,০০০/-

শ্রমিকদের খাদ্য সহায়তা বিতরনঃ
সাতক্ষীরার বাস-মিনিবাসমালিক সমিতির নিজস্ব অর্থায়নে ৫,৬০,০০০ টাকায় ১০০০ জন বাস-মিনিবাস শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির অর্থায়নে ১৫৫০ জন ট্রাক শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টের তথ্যঃ
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্টে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার ও র্যা ব সদস্যগণ সহায়তা করছেন। সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন অভিযানে সর্বশেষ তথ্যমতে ২২ মামলায় ২ জন ও ২০ প্রতিষ্ঠানকে ৫০৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ২ মামলায় ১৪০০ টাকা, শ্যামনগর উপজেলায় ৪ টি মামলায় ১৫০০০ টাকা, আশাশুনি ৫ টি মামলায় ৭০০০ টাকা, কলারোয়া উপজেলায় ১ মামলার ৩০০ টাকা এবং জেলা প্রশাসনের ৬ মামলায় ২২৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এখন পর্যন্ত করোনা প্রতিরোধে ২২১৫ টি মামলায় ২১১৪ জন ব্যাক্তি ও ১০১ টি প্রতিষ্ঠানকে ২৩,২৫,০৩৭ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলারনাম মামলার সংখ্যা জরিমানা (টাকা)
আশাশুনি ৫ ৭০০০
দেবহাটা ০ ০০
কালিগঞ্জ ২ ১৪০০
শ্যামনগর ৪ ১৫০০০
কলারোয়া ১ ৩০০
তালা ১ ৫০০
সদর ৩ ৩৫০০
জেলাপ্রশাসন ৬ ২২৬০০
মোট ২২ ৫০৩০০
করোনা প্রতিরোধে ২২১৫ টি মামলায় ২১১৪ জন ব্যাক্তি ও ১০১ টি প্রতিষ্ঠানকে ২৩,২৫,০৩৭ টাকা জরিমানা করা হয়েছে।

রমজান চিত্রঃ
মাহে রমজান উপলক্ষে ১৬ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু হয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.১৫ পর্যন্ত এই ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু থাকবে।
মাহে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নিবিড় বাজার মনিটরিংয়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে।
মোবাইল কোর্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। রমজানের চতুর্থ দিনে ২ জন ব্যাক্তি ও ২০ প্রতিষ্ঠানকে ৫০,৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির অপতৎপরতাযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাজার এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে। ৯ টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সর্বদা দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছেন।

Please follow and like us:

Check Also

আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়ার মোটর সাইকেল বহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসী জনপদ আলিপুরে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটর সাইকেল বহরে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।