কোরানের বাণি তুলে ধরে গোপনে দান করতে সাতক্ষীরা পুলিশের স্ট্যার্টাস

ক্রাইমর্বাতা রিপোট: ১র্মাচ :সাতক্ষীরা :   “নিশ্চয়ই যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে,তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না।”(আল কোরআন)সুরা বাকারা,আয়াত ২৭৪.

করোনা দূর্যোগে আপনার প্রতিবেশিকে সাহায্যে করুন।

এমন একটি স্ট্যাটাস দিয়েছেন সাতক্ষীরা Sp Satkhira District ফেসবুক পেজ থেকে। স্ট্যাটাস পড়ে আমিন আমিন বলে জবাব দিয়েছেন ফেসবুক বন্ধুরা। কোন কারণে এমন স্ট্যাটাস তা নিয়ে চলছে বিশ্লষণ। অনেকে ধারণা করছে র্বতমান সময়ে অনেকের ত্রান বিতরণ লো দেখানোর মত হয়ে গেছে। সেখানে ইসলাম কি বলে সেটা সরণ করে দেয়া হল। আসলে লোক দেখানো কোন কাজ আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয়। Sp Satkhira District এর এমন স্ট্যাটাস পড়ে অনেকেই মুগ্ধ। তারা জেলা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানকে ধেন্যবাদ জানান।

 

Check Also

এনএসআইয়ের গোপন তথ্যে ১৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার: জরিমানা সাতক্ষীরা সদরের খবর,

এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ১৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের পর জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।