কালিগঞ্জের মৌতলায় ভিজিডির চাউল বিতরণের নামে অর্থ আদায়, ইউপি সদস্য বরখাস্ত

ক্রাইমবার্তা রিপোটঃ  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমানের বিরুদ্ধে ভিজিডির চাউল বিতরণের নামে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ৩১ মে তার এই বরখাস্তাদেশ দেওয়া হয়।

এ সংক্রান্ত ৪৬.০০.৮৭০০.০১৭.২৭.০০২.১৭ (অংশ-১)-৫০৪ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মীর সালমান রহমানের বিরুদ্ধে ভিজিডির চাউল বিতরণের নামে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন ও তার এরূপ কার্যকলাপ জনস্বার্থে সমীচীন না হওয়ায় তাকে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।