সাতক্ষীরা মেডিকেলে করোনা_রোগীর_নমুনা_সংগ্রহ_বুথ_স্থাপন

#সাতক্ষীরায়_মেডিকেল_কলেজ_হাসপাতালে_সম্ভাব্য_কোভিড_১৯_রোগীর_নমুনা_সংগ্রহ_বুথ_স্থাপন:
সিভিল সার্জন, সাতক্ষীরা ডাঃ মোঃ হুসাইন শাফায়াত মহোদয় সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভাব্য কোভিড-১৯ রোগীর নমুনা সংগ্রহের জন্য American Bangladeshi -Bangladeshi American community সংস্থার অর্থায়নে Human for Humanity Foundation ও রাবেয়া ওয়াজেদ ফাউন্ডেশনের বাস্তবায়নে তৈরীকৃত নমুনা সংগ্রহের বুথ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের নিকট হস্তান্তর করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডাঃ কুদরত-ই-খোদা মহোদয় সহ, কোভিড-১৯ রোগীর চিকিৎসার সাথে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম মহোদয় নমুনা সংগ্রহ বুথের কার্যক্রমের উদ্বোধন করেন।সিভিল সার্জন মহোদয় এ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও নমুনা সংগ্রহের ক্ষেত্রে বুথের ব্যবহারের মাধ্যমে নমুনা সংগ্রহের সময় স্বাস্থ্য কর্মীদের সংক্রমিত সম্ভাবনা কমান সম্ভব হবে ও নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিভিল সার্জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক মহোদয়ের উপস্থিতিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিট (ICU) পরিদর্শন করেন ও সার্বিক কার্যক্রম সফল ভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

(সিভিল সার্জনের কার্যালয়,সাতক্ষীরা,২২/০৬/২০২০)

Please follow and like us:

Check Also

শ্যামনগরে সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার শ্যামনগরের গাবুরার ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সদস্যদের জন্য তিনদিন ব্যাপী সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স শনিবার সকালে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। লিডার্স-এর প্রধান কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরার নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা। সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি, উন্নয়নের কার্যকারীতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, পরবর্তীতে ধারাবাহিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারমান, মেম্বর ও উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোঠকেও এই প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে একটি রূপক পাবলিক হেয়ারিং বা গণশুনানীর আয়োজন করা হয়। Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।