সাতক্ষীরায় সম্প্রসারিত অনলাইন পাঠদান কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ করোনাকালে ঘরবন্দি স্কুল ও কলেজ শিক্ষার্থীদের পড়ার টেবিলে মনোযোগ রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সম্প্রসারিত অনলাইন পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় অনলাইনে জুম কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে এই পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুম’র মাধ্যমে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, সাঃ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষকবৃন্দ অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মীর মোস্তাক আহমেদ রবি অনলাইন শিক্ষা কার্যক্রম জেলায় ব্যাপক সাড়া ফেলেছে উল্লেখ করে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক বৃন্দকেও এই কার্যক্রমে যুক্ত থাকায় ধন্যবাদ জানান। এ সময় জেলা প্রশাসক বলেন, স্কুল কলেজ দীর্ঘ সময় বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের মনে যে বিরূপ প্রভাব পড়ছে, সেই প্রভাব কাটিয়ে উঠে এই অনলাইন পাঠদান তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ত্বরান্বিত করবে। এই কার্যক্রমে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সারাবিশ্বের পাশাপাশি সাতক্ষীরার অনলাইন পাঠদান কার্যক্রমের তাৎপর্য তুলে ধরেন।

Check Also

আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন জিয়াউল ইসলাম জিয়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদরের আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।