করোনার দুর্যোগে বন্যা

পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের প্রায় ১৪ জেলা বন্যাকবলিত। গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যায় ভেসে গেছে বাড়িঘর, জমিজমা, সড়ক। পানিবন্দী হয়ে আছে জনগোষ্ঠী। কোথাও কোথাও নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় পানি কমলেও দুর্ভোগ কমেনি। পানিতে তলিয়ে গেছে কৃষকের ফসল। মহাসড়কের পাশে আশ্রয় নিয়েছে বানভাসি মানুষ। করোনা সংকটের মধ্যে বন্যার কবলে পড়ে দিশেহারা মানুষ।

 

বন্যায় নদ-নদীর পানি বাড়ছে বিভিন্ন এলাকায়। নিম্নাঞ্চলগুলো ভেসে যাচ্ছে পানিতে। বসতঘরসহ চলাচলের সড়কগুলোতে পানি চলে এসেছে। দুর্ভোগে বন্যাকবলিত মানুষ। শনিবার মুন্সিগঞ্জের লৌহজংয়ের দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায়। ছবি: শুভ্র কান্তি দাশবন্যার পানির তোড়ে ভেঙে গেছে সড়ক। এতে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে ১১ দিন ধরে যান চলাচল বন্ধ। গতকাল সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও এলাকায়।  ছবি: খলিল রহমানবন্যার পানির তোড়ে ভেঙে গেছে সড়ক। এতে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে ১১ দিন ধরে যান চলাচল বন্ধ। গতকাল সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও এলাকায়। ছবি: খলিল রহমানস্কুলের মাঠে বন্যার পানি। সেখানে খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। রোববার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।  ছবি: শাহাবুল শাহীনস্কুলের মাঠে বন্যার পানি। সেখানে খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। রোববার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: শাহাবুল শাহীনকুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছে সড়কের ধারে। মানবেতর জীবন যাপন করছে তারা। নেই পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা। রোববার কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবগ্রাম এলাকায়।  ছবি: মঈনুল ইসলামকুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় নিয়েছে সড়কের ধারে। মানবেতর জীবন যাপন করছে তারা। নেই পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা। রোববার কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবগ্রাম এলাকায়। ছবি: মঈনুল ইসলামপানিতে ডুবে আছে বিদ্যালয়টি। শনিবার চিনাডুলী জামালপুরের ইসলামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।  ছবি: আব্দুল আজিজপানিতে ডুবে আছে বিদ্যালয়টি। শনিবার চিনাডুলী জামালপুরের ইসলামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ছবি: আব্দুল আজিজবন‌্যার পানির তোড়ে ঘর ডুবে গেছে শেফালী বেগমের। সেখান থেকে ঘরের তৈজসপত্র নিয়ে অন্যত্র যাচ্ছেন তিনি। রোববার টাঙ্গাইলের ভূঞাপুর উপ‌জেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়‌নের রাজাপুর এলাকায়।  ছবি: দীপু মালাকারবন‌্যার পানির তোড়ে ঘর ডুবে গেছে শেফালী বেগমের। সেখান থেকে ঘরের তৈজসপত্র নিয়ে অন্যত্র যাচ্ছেন তিনি। রোববার টাঙ্গাইলের ভূঞাপুর উপ‌জেলার চরাঞ্চল গাবসারা ইউনিয়‌নের রাজাপুর এলাকায়। ছবি: দীপু মালাকারবর্ষায় পদ্মার চরাঞ্চলে বেড়েছে পানি। সেখানে পাখির আনাগোনাও চোখে পড়ার মতো। শনিবার পাবনার ঈশ্বরদীর সাঁড়াঘাট এলাকায়।  হাসান মাহমুদবর্ষায় পদ্মার চরাঞ্চলে বেড়েছে পানি। সেখানে পাখির আনাগোনাও চোখে পড়ার মতো। শনিবার পাবনার ঈশ্বরদীর সাঁড়াঘাট এলাকায়। হাসান মাহমুদপাহাড়ি ঢলে নষ্ট হয়ে গেছে আউশ ধানের চারা। ২০ হাজার টাকা জলে ভেসে গেছে কৃষক আবদুস শুকুরের। শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁওয়ে।  ছবি: আনিস মাহমুদপাহাড়ি ঢলে নষ্ট হয়ে গেছে আউশ ধানের চারা। ২০ হাজার টাকা জলে ভেসে গেছে কৃষক আবদুস শুকুরের। শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁওয়ে। ছবি: আনিস মাহমুদজমিজমা, ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বন্যার পানিতে আধডোবা কবরে শেষবারের মতো স্বজনের কবর জিয়ারত করছেন বাদশা ফকির। গতকাল দুপুরে মাদারীপুরের শিবচর থানার ৩ নম্বর ওয়ার্ড বড়খাস বন্দরখোলায়।  ছবি: সাজিদ হোসেনজমিজমা, ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বন্যার পানিতে আধডোবা কবরে শেষবারের মতো স্বজনের কবর জিয়ারত করছেন বাদশা ফকির। গতকাল দুপুরে মাদারীপুরের শিবচর থানার ৩ নম্বর ওয়ার্ড বড়খাস বন্দরখোলায়। ছবি: সাজিদ হোসেন-www.prothomalo.com

Check Also

উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা গড়ে তুলব: পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।