বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় জেএসএস এর দু’গ্রুপের গোলাগুলি, নিহত ৬

ক্রাইমর্বাতা রিপোট :   বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে সংগঠনটির সংস্কারপন্থি ৬ জন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত তিনজন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ভোর রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মূলধারা ও সংস্কারপন্থিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিতে সংস্কারপন্থিদের ৬ জন নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন আরো ৩ জন।

নিহতরা হলেন- রতন তংচঙ্গ্যা, প্রজিত চাকমা, ডেভিড, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। আহতরা হলেন, বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমাসহ ৩ জন। আহত অপর জনের নাম জানা যায়নি।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৩জন। তিনি আরো জানান, ঘটনার তদন্তে পুলিশের টিম কাজ করে শুরু করেছে। পরে বিস্তারিত জানা যাবে।

Check Also

মালয়েশিয়ার পাম তেলে ইইউ’র নিষেধাজ্ঞা বাংলাদেশের শ্রমবাজারে অশনি সংকেত

বন উজাড়, কার্বন নির্গমনের ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য নষ্টগত কারণ দেখিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।