মাস্ক ব্যবহার না করায় সাতক্ষীরায় জরিমানা

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনায় এবং সার্বিক ত্বত্তাবধানে জেলা ও উপজেলায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে যথাযথ স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা, সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালন করা হচ্ছে কিনা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা, করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

সাতক্ষীরা জেলায় ০১ মার্চ ২০২০ হতে আজ ২5 আগস্ট ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১২১৪ টি মোবাইল কোর্টে ৩০৯১ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৪৯,২৫,৩৬৯/- (ঊনপঞ্চাশ লক্ষ পঁচিশ হাজার তিনশত ঊনসত্তর) টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

আজ ২5 আগস্ট ২০২০ তারিখে পরিচালিত মোট 3 টি মোবাইল কোর্ট অভিযানে 6 টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৩,20০/- (তিন হাজার দুইশত) টাকা জরিমানা আদায় করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর আলোকে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

Please follow and like us:

Check Also

বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জলদস্যু গ্রেফতার

বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণে যুক্ত ৮ জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। রোববার জাহাজটিকে মুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।