শিবপুরের পায়রাডাঙ্গায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের সাথে মতবিনিময় করলেন নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ

শিবপুর প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুর ১২টার সময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে শিবপুর ও কুশখালী ইউনিয়নের পানি বন্দী মানুষের সাথে শিবপুর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় শিবপুর ও কুশখালী ইউনিয়নের জলাবদ্ধতা নিরশন ঝিটকীর বিলে গনঘেরের নামে জলাবদ্ধতা সৃষ্টি ও সার্কিট হাউজ-কাথন্ডা রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এসব বিষয়গুলো ঘুরে ঘুরে দেখেন এবং পায়রাডাঙ্গা বাজারে ক্ষতিগ্রস্থদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সহ সভাপতি কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুজ্জামান ধনি, কার্যকরী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুল গফ্ফার, মোহাম্মাদ আলী সিদ্দিকী, আমিনুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানী, থানা আওয়ামী লীগের উপদেষ্টা আকবার আলী প্রমুখ। মত বিনিময় সভায় সার্কিট হাউজ হইতে কাথন্ডা রাস্তার শিবপুর অংশ আশু সংস্কার, উজির মারী হইতে পদ্ম বিলের খালটি, নেট পাটা সহ আবর্জনা পরিষ্কার এবং ঝিটকীর বিলের গনঘেরের নামে জলবদ্ধতা সৃষ্টি করার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাষ্টার আশরাফুজ্জামান টুটুল।

Please follow and like us:

Check Also

ঈদে স্ত্রীর জন্য মাংস কিনতে না পারায় দিনমজুর স্বামীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর জন্য মাংস কিনতে না পেরে চিঠি লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী (২৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।