পিএন স্কুলের জরাজীর্ণ ছাদ ধ্বসে প্রাণ গেলো শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি: পরিত্যক্ত জরাজীর্ণ স্কুল ভবনের ভাঙার সময় ছাদ ধ্বসে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের পরিত্যক্ত একটি ভবনের ছাদ ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আলাউদ্দীন (২৬)। সে শহরের সুলতানপুর এলাকায় আব্দুল মজিদ সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের টেন্ডার হওয়া একটি পরিত্যক্ত ভবন অপসারণের জন্য ছাদ ভাঙার কাজ চলছিল। এ সময় ছাদের একটি অংশ ধ্বসে পড়ে দুই শ্রমিক তার নিচে চাপা পড়ে। অপর এক শ্রমিক ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আলাউদ্দীনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।