কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক ব্যবসায়ীর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামের কালীবাড়ি (এমপি ১৩/৩ এস ৮ আর বি) নামক স্থানে শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১০টার দিকে বিজিবি জোয়ানদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ কেজি গাঁজাসহ উত্তর ভাদিয়ালি গ্রামের মোসলেম মোল্যার ছেলে জাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের মনতাজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৮) কে গ্রেপ্তার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে পুলিশের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করেন।

Please follow and like us:

Check Also

সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার বাড়িতে চলছে কান্না

সাতক্ষীরা সংবাদদাতাঃ গত শুক্রবার দুপুর ১২টার দিকে রাজিয়াদের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িজুড়ে যেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।