(FILES) In this file photo taken on November 2, 2020 Democratic Presidential candidate and former US Vice President Joe Biden gestures after speaking during a Drive-In Rally at Heinz Field in Pittsburgh, Pennsylvania. - Pennsylvania officially certified Democrat Joe Biden's election victory in the state over Donald Trump on November 24, 2020, a day after the president agreed to a transition but stopped short of conceding. Governor Tom Wolf tweeted that the Pennsylvania Department of State had "certified" the results of the November 3 vote, after Michigan did the same on Monday."As required by federal law, I've signed the Certificate of Ascertainment for the slate of electors for Joe Biden and Kamala Harris," Wolf wrote. (Photo by JIM WATSON / AFP)

মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক বাংলাদেশী ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক বাংলাদেশী ৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে পতাকা বৈঠক শেষে আটক ৯ জন বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার।

বুধবার সকাল ১১টায় মিয়ানমারের মংডু ১ নম্বর এন্ট্রি/এক্সিট পয়েন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল বিকাল দুইটায় টেকনাফ ট্রানজিট জেটিতে পৌঁছায়।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশের দশ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও মিয়ানমারের সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ৪ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পুলিশ লে. কর্নেল ঝো লিন অং।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গত ১০ নভেম্বর সেন্ট মার্টিনের দুই কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নয়জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পরে ট্রলারটি স্রোতের টানে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়লে বিজিপি টহলদল ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়। পরে বিজিবি বাংলাদেশী জেলেদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালায়। একপর্যায়ে বিজিবির তৎপরতায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি আটক জেলেদের হস্তান্তর করতে সম্মত হয়। বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, ফেরত আনা নয়জন বাংলাদেশী নাগরিককে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ফেরত আসা জেলেরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মো. নুরুল ইসলাম, ইসমাইল প্রকাশ হোসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ, মো. আলম প্রকাশ কালু, সাইফুল, ছলিম উল্লাহ, নুর কামাল ও মো. লালু মিয়া।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।