মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৮

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখনও আটজন নিখোঁজ রয়েছেন। তাদের স্বজনদের মধ্যে আহাজারি চলছে।

বুধবার সকাল তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কোস্টগার্ড ও নৌপুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এর আগে মঙ্গলবার ট্রলারডুবির পর কনেসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজরা হলেন- জাকিয়া বেগম (৫৫), মো. হাছান (৭),নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩), নিহা (০১), আমির হোসেন ও আলিফ।

নৌপুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নববধূ, নারী ও শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও ৮জন নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, হাতিয়ার নলের চরে বিয়ে অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বরযাত্রী ভোলার মনপুরা যাওয়ার উদ্দেশে রওনা হয়। পথে ট্রলারটি ডালচর এসে মেঘনার তীব্র স্রোতের মুখে পড়ে ডুবে যায়।

এ ঘটনায় নিহতরা হলেন- হাতিয়ার চানন্দী ইউনিয়নের থানার হাট এলাকার ইব্রাহীম সওদাগরের মেয়ে নববধূ তাছলিমা (২০), হরণী ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে আসমা বেগম (১৯), সদর উপজেলার বদরপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে আফরিনা আক্তার লামিয়া (৯), একই এলাকার আলমগির হোসেনের মেয়ে লিলি আক্তার (৮), নলেরচরের কালাদুর গ্রামের ফয়জ্জুল্লার মেয়ে হোসনে আরা বেগম (৫), চানন্দী ইউনিয়নের পূর্ব আজিম নগর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী রাহেনা বেগম (৩০), একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান (৬৫)।

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।