জননেত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগ বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই- এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ ঃ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ২০২১ শিক্ষা বর্ষে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে পাঠ্যপুস্তক দিবসে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দেন এবং বই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সব চেয়ে বড় উদ্যোগ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। জননেত্রী শেখ হাসিনার এই সাহসী উদ্যোগ বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ-ই বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে।
এমপি রবি উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকদের নতুন বছরের শুভেচ্ছা জানান।’ ২০২১ শিক্ষা বর্ষে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (অতিঃ দাঃ) প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান, দীপা সিন্ধু তরফদার, মো. হাবিবুল্লাহ, মো. আনোয়ার কবির প্রমুখ। বই উৎসবে এ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের নবম শ্রেণি, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আনিসুর রহমান।

নতুন বছরের প্রথম দিনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রঙিন বই উৎসবে এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, পাঠ্যপুস্তক দিবস ২০২১ বই উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। করোনার কারণে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে এবার বই উৎসব পালিত হচ্ছে। করোনা মহামারী সারা বিশ^কে এলো মেলো করে দিয়েছে। মহান আল্লাহর রহমতে অন্যান্য দেশের চেয়ে আমাদের বাংলাদেশ অনেক ভাল আছে। তাই করোনা প্রতিরোধে সকলকে সতর্ক ও সজাগ থাকর আহবান জানান। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানলে আমরা পরাস্ত হবো। নতুন বছর ২০২১ সবার জীবনে মঙ্গল ও শান্তি বয়ে আনুক।’
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম ও ইয়াহিয়া ইকবালসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক গাজী মোমিন উদ্দীন।

Check Also

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস, এম মোস্তাফিজুর রহমান ॥ আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।