স্বচ্ছতার ভিত্তিতে ধান ও চাল সংগ্রহ করার আহবান জানালেন এমপি রবি

স্টাফ রিপোর্টার ॥ “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সাতক্ষীরা সদর উপজেলার অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সদর উপজেলা খাদ্য গুদামে সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন্ন। আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবোনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন। পৃথিবীকে আমরা এখন হাতের মুঠোয় পেয়েছি সেটা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের অবদান। তিনি আরো বলেন, স্বচ্ছতার ভিত্তিতে আমন ধান ও চাল সংগ্রহ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। ধান ও চাল এর সাথে ক্রয় মূল্যের সমন্বয় করা বিষয়ে রাইচ মিল মালিকদের যুক্তি সংগত ও নায্য দাবী আমি মহান জাতীয় সংসদে উপাস্থাপন করবো।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. জাহেদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মইন-উল ইসলাম, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এএসএম মনজুরুল আলম, জেলা রাইচ মিল মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক, সাঃ সম্পাদক আব্দুল গফ্ফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোকাদ্দেস খান ছৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, পৌর আ’লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেল প্রমুখ। সাতক্ষীরা জেলার আভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০২০-২১ এর মোট লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ৩২১০ মেঃ টন, আতপ চাউল ৬১১ মেঃ টন, সিদ্ধ চাউল ৭৯৩৫ মেঃ টন এবং সদর উজেলায় আমন ধানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭০৩ মেঃ টন, আতপ চাউল ১৪৮ মেঃ টন, সিদ্ধ চাউল ৩৮৫১ মেঃ টন। উপজেলা ওয়ারী আমন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে কলারোয়া উপজেলা আমনধান ৪২৮ মেঃ টন, আতপ চাউল ১৪ মেঃ টন, সিদ্ধ চাউল ৪৫২ মেঃ টন, দেবহাটা উপজেলা আমনধান ১৯৯ মেঃ টন, সিদ্ধ চাউল ২৫০ মেঃ টন, কালিগঞ্জ উপজেলা আমন ধান ৬৪৩ মেঃ টন, আতপ চাউল ১৩ মেঃ টন, সিদ্ধ চাউল ৩৫৬ মেঃ টন, শ্যামনগর উপজেলা আমনধান ৬০৫ মেঃ টন, আতপ চাউল ৩১ মেঃ টন, সিদ্ধ চাউল ৭২ মেঃ টন, আশাশুনি উপজেলা আমনধান ৩২৮ মেঃ টন, আতপ চাউল ২৪ মেঃ টন, সিদ্ধ চাউল ৬৪ মেঃ টন, ও তালা উপজেলায় আমনধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩০৪ মেঃ টন, আতপ চাউল ৩৮১ মেঃ টন ও সিদ্ধ চাউল ২৮৯০ মেঃ টন। এসময় প্রধান অতিথি এমপি রবিসহ অতিথিবৃন্দ ফিতা কেটে ও ওজন পরিমাপ করে সাতক্ষীরা সদর উপজেলার আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ ২০২০-২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এএসএম মনজুরুল আলম।

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।