আ:লীগ নেতা গ্রেফতারের প্রতিবাদে অভয়নগরে সড়ক অবরোধ ও সমাবেশ

বিলাল মাহিনী( অভয়নগর) যশোর,প্রতিনিধিঃ

যশোর জেলার অভয়নগর উপজেলায় (১২ই জানুয়ারি) মঙ্গলবার দুপুরে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান যশোর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদ হাসান বিপুকে পুলিশ গ্রেপ্তার করায় অভয়নগর উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

অভয়নগর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি সানা- আব্দুল মান্নান, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুন্সী আব্দুল মাজেদ, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্ল্যা, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকুঞ্জী, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, যুগ্ন আহবায়ক রওশন কবির টুটুল,

নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, মো: আজিম, আব্দুস সালাম, লুৎফর রহমান বিশ্বাস,অভয়নগর উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াছিন হোসেন, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে যশোর শহরের কাজীপাড়া পুরাতন কসবা এলাকার কয়েক যুবক শহীদ মিনারে বসে গল্প করছিলেন। এসময় নারীঘটিত বিষয় নিয়ে পুলিশ সদস্য ইমরানের সাথে তাদের বাক-বিতন্ডা হয়। পরে ইমরান নিজেকে পুলিশ পরিচয় দিলেও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি পুলিশের উর্ধ্বতনরা জানতে পেরে ঘটনাস্থলে পৌছান।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের একটি টিম বিপুসহ ৪ জনকে গাড়িতে নিয়ে যায়। সাথে ইমরানকেও নিয়ে যাওয়া হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুকে মুক্তির দাবি জানান।

Please follow and like us:

Check Also

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।