প্রকল্পের টাকা আত্মসাত ও সভাপতি স্বাক্ষর জাল করার দায়ে তালারখলিলনগর ইউপি চেয়ারম্যান রাজু বহিস্কার

নিজস্ব প্রতিনিধি: প্রকল্পের কাজ শেষ না করে টাকা উত্তোলন ও সভাপতি স্বাক্ষর জাল করার দায়ে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে বহিস্কার করেছেন স্থানীয় সরকার বিভাগ। রাজু সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন গত ০৪.০২.২১ তারিখ ৪৬.০০.৮৭০০.১০৭.২৭.০০২.১৭(অংশ-১)-১৬১ স্মারকে প্রজ্ঞাপন আকারে জারি করেন তাকে সাময়িক বহিস্কার করা হলো। অভিযোগ হিসেবে তথ্য দেওয়া আছে, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু এর বিরুদ্ধে প্রকল্পের কাজ সম্পন্ন না করে টি আর বিল যাহার নং-৩৬/২০১৮-১৯ এর ৬৯ হাজার ৬৬৮ টাকা উত্তোলন ও প্রকল্পের সভাপতি স্বাক্ষর জালিয়াতের অভিযোগে স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বহিস্কার করা হলো।

এ বিষয়ে চেয়ারম্যান আজিজুর রহমানের ব্যবহৃত ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

Please follow and like us:

Check Also

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ

রাকিবুল ইসলাম, আলিপুর,২৩শে এপ্রিল ২০২৪:সাতক্ষীরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।