জমে উঠেছে সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন

জমে উঠেছে সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন, নির্বাচনে বাপী-সুজনের নেতৃত্বে সাংবাদিক ঐক্য পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট্য চূড়ান্ত প্যানেল ঘোষণা
মাহফিজুল ইসলাম আককাজ ঃ জমে উঠেছে সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন। নির্বাচনে বাপী-সুজনের নেতৃত্বে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের ১৩ সদস্য বিশিষ্ট্য চুড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামি ৬ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচনে সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি পদে সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি পদে দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মোহাম্মদ আলী সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের ইয়ারব হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক পদে দৈনিক লোকসমাজের শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক জন্মভুমির শহিদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে যারা প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন, সাপ্তাহিক ইচ্ছেনদীর সম্পাদক মুকসুমুল হাকিম, দৈনিক করতোয়ার প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি আব্দুল গফুর সরদার, এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদার ও দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন।
এদিকে, সোমবার দুপুরে সাংবাদিক ঐক্য পরিষদের ৮ সদস্য বিশিষ্ট্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ৮ সদস্যের এই কমিটির আহবায়ক হলেন দৈনিক যুগের বার্তা সম্পাদক আনম আবু সাঈদ। পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দৈনিক সুপ্রভাত সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, এটিএন বাংলার প্রতিনিধি এম কামরুজ্জামান, বিটিভির প্রতিনিধি মোজাফফর রহমান, গাজী টিভির প্রতিনিধি কামরুল হাসান ও মাছরাঙা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এ সময় এই প্যানেলের জয়ের লক্ষ্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।

Please follow and like us:

Check Also

আবুল কাশেম কোন প্রতিহিংসার রাজনীতি করেননি,তাই জনগণ তাকে বার বার নির্বাচিত করতেন: সাতক্ষীরায় মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরা সংবাদদাতাঃ কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা জামায়াতের প্রথম সভাপতি, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।